ভুটানের লিগ খেলতে দেশ ছেড়েছেন কৃষ্ণা
ভুটানের লিগ খেলতে বর্তমানে দেশটিতে আছেন বাংলাদেশের ৯ জন নারী ফুটবলার। এবার সেই তালিকায় যোগ দিতে আজ বুধবার সকালে কৃষ্ণা রাণী সরকার দেশ ছেড়েছেন।
কৃষ্ণার এর আগেই রুপ্না, মাসুরার সঙ্গেই যাওয়ার কথা ছিল। তবে ওয়ার্ক পারমিট পেতে বিলম্ব হওয়ায় আজ সকালে তিনি ভুটানের উদ্দ্যেশ্যে রওনা হলেন।
ভুটান নারী লিগে বাংলাদেশের দশ ফুটবলার তিন ক্লাবে খেলবেন। কৃষ্ণা, মাসুরা, রুপ্না ট্রান্সপোর্ট ইউনাইটেডে। সাবিনা, ঋতুপর্ণা, সুমাইয়া ও মনিকা পারো এফসি ও থিম্পু সিটিতে সানজিদা, মারিয়া ও শামসুন্নাহার খেলবেন।
আগামী জুনের তৃতীয় সপ্তাহে এশিয়ান কাপ বাছাই বা এর আগে প্রীতি ম্যাচে বাংলাদেশের ব্রিটিশ কোচ পিটার বাটলার কাউকে দলে ডাকলে তার আসা-যাওয়ার ব্যবস্থা করবে বাফুফে। ফিফা উইন্ডোতে ক্লাব খেলোয়াড় ছাড়তে বাধ্য।