মেসির ২০২৬ বিশ্বকাপ খেলা প্রসঙ্গে যা বললেন সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক
১৬ এপ্রিল ২০২৫, ০৯:১৮
শেয়ার :
মেসির ২০২৬ বিশ্বকাপ খেলা প্রসঙ্গে যা বললেন সুয়ারেজ

২০২৬ বিশ্বকাপের মূল পর্বের টিকিট ইতিমধ্যে নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এই আসরে কি দলের সেরা তারকা লিওনেল মেসি খেলবেন? এ নিয়ে এখনও জল্পনা চলছে। তবে শিরোপা ধরে রাখার অভিযানে আর্জেন্টিনা অধিনায়কের নামার ইচ্ছা আছে বলে জানিয়েছেন তারই ক্লাব সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু লুইস সুয়ারেজ।

মেসির বয়স আগামী জুনে হবে ৩৮ বছর। তাকে ইদানিং চোটেও পড়তে দেখা যায় ঘনঘন। যদিও মাঠে নামলে ঠিকই নিজেকে মেলে ধরেন।

স্পেনের সংবাদপত্র এল পাইসকে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে মেসির ইন্টার মায়ামি সতীর্থ সুয়ারেজকে জিজ্ঞেস করা হয়, অবসর নিয়ে মেসির সঙ্গে তিনি কথা বলেছেন কি না।

সুয়ারেজ বলেন, ‘না, আমরা কথা বলি (এনিয়ে) মজা করে, অনেকবার। তবে আগামী বছরের বিশ্বকাপে তার খেলার ইচ্ছা আছে। অবশ্যই জাতীয় দল থেকে দূরে থাকায় সেই ইচ্ছা তার চেয়ে আমারটা ফিকে হয়ে গেছে। কিন্তু আমরা এনিয়ে (অবসর) এখনও কোনো কথা বলিনি।’

এদিকে বিশ্বকাপে খেলার ব্যাপারে মেসি তাকে বলেছেন কি না, এমন প্রশ্নে সুয়ারেজের উত্তর, `না, না, না। আমি তাকে জিজ্ঞাসাও করিনি। আমি জানি সে কেমন মানুষ এবং সেজন্য আমি এসব নিয়ে তার কাছে জানতে চাইনি। সময়ই সব বলবে।’