রেফারিদের গায়ে থাকবে বডিক্যাম

স্পোর্টস ডেস্ক
১৫ এপ্রিল ২০২৫, ১৬:৩৪
শেয়ার :
রেফারিদের গায়ে থাকবে বডিক্যাম

ফিফা ক্লাব বিশ্বকাপের আগামী আসরটি হবে নতুন আঙ্গিকে। প্রথমবারের মতো ৩২ দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টের জন্য রেফারিদের তালিকা প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা। যেখানে রেফারির চোখে ফুটবল দেখার অনুভূতি কেমন হতে পারে, সেটিও জানা যাবে।

ফিফা আসন্ন ক্লাব বিশ্বকাপে দর্শকদের এই নতুন অভিজ্ঞতার সঙ্গে পরিচয় করিয়ে দেবে। ম্যাচ পরিচালনার সময় রেফারিদের শরীরে ভিডিও ক্যামেরা বা বডি ক্যামেরা সংযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ফিফা।

গতকাল সোমবার ক্লাব বিশ্বকাপের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে ফিফা। সে সময়ই এ তথ্য জানায় সংস্থাটি। যেখানে এবারের ক্লাব বিশ্বকাপের জন্য মোট ১১৭ জন ম্যাচ অফিসিয়ালের নাম ঘোষণা করা হয়েছে।

এদের মধ্যে রেফারি ৩৫জন, ৫৮জন সহকারী রেফারি ও ২৪জন ভিডিও ম্যাচ অফিসিয়াল বা ভিএআর রেফারি। এই বিশ্বকাপে ৪১ দেশের ম্যাচ অফিসিয়াল ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন।

এবারই প্রথম রেফারিদের গায়ে বডিক্যামের মতো প্রযুক্তির প্রচলন করছে ফিফা। মূলত টিভি বা অনলাইনে খেলা দেখা দর্শকদের কথা চিন্তা করেই এই প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত বলে জানিয়েছেন ফিফার রেফারিজ কমিটির চেয়ারম্যান পিয়েরলুইজি কলিনা।

পিয়েরলুইজি বলেন, 'আমরা মনে করি, এতে দর্শক খেলাটি দেখার নতুন অভিজ্ঞতা পাবেন। পর্দায় এমন কিছু অ্যাঙ্গেলের ছবি তারা দেখবেন, যা তারা আগে কখনো দেখার সুযোগ পাননি। রেফারিদের প্রশিক্ষণেও কাজে লাগবে এটি। তারা কীভাবে কাজ করেন সেটিও বুঝতে পারা যাবে। রেফারি কী দেখছেন, সেটির গুরুত্ব কম নয়।'

এদিকে ক্লাব বিশ্বকাপে পরিবর্তন আছে আরও। সেটি গোলরক্ষকদের জন্য। এই বিশ্বকাপে গোলরক্ষকরা ৮ সেকেন্ডের বেশি বল ধরে রাখলেই কর্নার কিক পাবে প্রতিপক্ষ দল। এখন এই নিয়মে ইনডিরেক্ট ফ্রি-কিক পেয়ে থাকে প্রতিপক্ষ দল।

আগামী ১৪ জুন ক্লাব বিশ্বকাপ মাঠে গড়াবে। যুক্তরাষ্ট্রের ১১টি শহরের ১২টি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপের ফাইনাল মাঠে গড়াবে ১৩ জুলাই।