৬ বছর পর ম্যাচসেরা ধোনি!

স্পোর্টস ডেস্ক
১৫ এপ্রিল ২০২৫, ১৪:১০
শেয়ার :
৬ বছর পর ম্যাচসেরা ধোনি!

মহেন্দ্র সিং ধোনি আরও একবার দলের ত্রাতা হলেন। গতকাল আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ১১ বলে ২৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। ফলে তার হাত ধরেই টানা পাঁচ ম্যাচ হেরে যাওয়া চেন্নাই সুপার কিংস পেল জয়ের দেখা।

ছোট্ট কিন্তু ম্যাচ জেতানো ইনিংস ধোনিকে এনে দিল ম্যান অব দা ম্যাচের স্বীকৃতি। ফলে আইপিএল তথা স্বীকৃত ক্রিকেটে প্রায় ৬ বছর পর এই স্বাদ পেলেন তিনি।

এর আগে সবশেষ তিনি ম্যাচ সেরা হয়েছিলেন ২০১৯ সালের ১ মে। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে চেন্নাইয়ে ২২ বলে ৪৪ রানের ইনিংস খেলেছিলেন সেদিন।

চলমান আসরে রুতুরাজ গায়কোয়াড় চোটে পড়ার পর দলের নেতৃত্বও দিচ্ছেন আবার। কিন্তু তার ব্যাটিংয়ের ধরন নিয়ে প্রশ্ন ওঠে। কার্যকারিতা, ব্যাটিং অর্ডার, এসব মিলিয়ে আলেচনা চলছিল, ধোনি চেন্নাইয়ের হয়ে বোঝা হয়ে উঠেছেন কি না। সাবেক ক্রিকেটারদের কেউ কেউ বলাবলি করছিলেন, আরও আগেই সসম্মানে অবসর নেওয়া উচিত ছিল তার। সামাজিক মাধ্যমে নানা ট্রল তো চলছিলই। অবশেষে ধোনি দেখাতে পারলেন, তার ভেতরের বারুদ একদম মিইয়ে যায়নি।

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ১৬৭ রান তাড়ায় সোমবার যখন ক্রিজে যান ধোনি, ৫ ওভারে যখন চেন্নাইয়ের প্রয়োজন ৫৬ রান। উইকেট বাকি ৫টি।

শিভাম দুবের সঙ্গে ৫৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ শেষ তিন বল আগেই। ম্যাচ শেষে শিভাম কৃতিত্ব দিলেন সঙ্গীকে।

এদিকে এই নিয়ে ১৮ বার আইপিএলে ম্যাচসেরা হলেন ধোনি। স্পর্শ করলেন তিনি বিরাট কোহলি ও ডেভিড ওয়ার্নারকে। তাদের ওপরে আছেন কেবল তিনজন- রোহিত শার্মা হয়েছে ১৯ বার, ক্রিস গেইল ২২ বার, আর সবার ওপরে এবি ডি ভিলিয়ার্স ২৫ বার।