আইসিসির মার্চ মাসের সেরা শ্রেয়াস আইয়ার
ভারতকে চ্যাম্পিয়নস ট্রফি জেতাতে বড় ভূমিকা রাখা শ্রেয়াস আইয়ার জিতলেন মার্চ মাসের ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ পুরস্কার। যেখানে আসরে তিন ইনিংসের একটিতে ৭৯, বাকি দুটিতে ফিফটি না থাকলেও ছিল কার্যকর ইনিংস।
এই নিয়ে দ্বিতীয়বার শ্রেয়াস এই সম্মাননা পেলেন। আর ভারতের এটি টানা দ্বিতীয় স্বীকৃতি। যেখানে ফেব্রুয়ারি মাসের সেরা হয়েছিলেন শুবমান গিল।
চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রেয়াস করেন ৭৯ রান। পরে সেমিফাইনালে করেন ৪৫, ফাইনালে আবার নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৮। দুবাইয়ের মন্থর উইকেটে সেমিফাইনাল ও ফাইনালে তার ইনিংস দুটি দলকে সহায়তা করে জুটি গড়ে ম্যাচ জয়ের দিকে এগিয়ে যেতে। চ্যাম্পিয়নস ট্রফিতে দলের সফলতম ব্যাটসম্যান ছিলেন তিনিই।
শ্রেয়াস সেরার লড়াইয়ে পেছনে ফেলেন নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার রাচীন রবীন্দ্র ও জ্যাকব ডাফিকে।
এদিকে নারী ক্রিকেটে মার্চ মাসের সেরা হয়েছে জর্জিয়া ভল। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের চতুর্থ মাসেই মাস-সেরার খেতাব জিতে নিলেন অস্ট্রেলিয়ার এই আগ্রাসী ওপেনার। ভলের এই প্রাপ্তি প্রথমবার। তবে অস্ট্রেলিয়ানদের দাপট এখানে বরাবরই। নারী ক্রিকেটে এই নিয়ে টানা চার মাসে সেরা হলেন অস্ট্রেলিয়ানরা।
গত ডিসেম্বরে ভল আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে। অভিষেকে ৪২ বলে অপরাজিত ৪৬ রানের পর দ্বিতীয় ম্যাচেই খেলেন ৮৭ বলে ১০১ রানের ইনিংস। মার্চ মাসের সেরা হয়েছেন তিনি নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পারফরম্যান্সে।
সিরিজের তিন ম্যাচে তার স্কোর ৩১ বলে ৫০, ২০ বলে ৩৬ ও ৫৭ বলে ৭৫। অস্ট্রেলিয়া সিরিজ জিতে নেয় ৩-০ ব্যবধানে।
অস্ট্রেলিয়ারই অ্যানাবেল সাদারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের চেতনা প্রাসাদকে পেছনে ফেলে মার্চের সেরা হন ভল। আন্তর্জাতিক ক্রিকেটে আবিভার্বের সাড়া জাগানো ২১ বছর বয়সী ব্যাটার আশা নিয়ে তাকিয়ে আছেন ভবিষ্যতের সম্ভাবনার দিকে।