হায়দরাবাদের টিম হোটেলে আগুন

স্পোর্টস ডেস্ক
১৪ এপ্রিল ২০২৫, ২১:৩৪
শেয়ার :
হায়দরাবাদের টিম হোটেলে আগুন

সানরাইজার্স হায়দরাবাদের টিম হোটেলে আগুন লেগেছে। স্থানীয় সময় সোমবার সকালে এই ঘটনা ঘটে। তবে জানা যায়, গুরুতর কিছু হয়নি। ক্রিকেটারেরা সবাই নিরাপদে রয়েছেন। পরে আগুন লাগার দুঘণ্টার মধ্যেই তা নিভিয়ে ফেলা হয়।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, বানজারা হিলসের ওই হোটেলের দোতলার লবি এলাকা থেকে আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশে। স্পা এবং সনা এলাকাতেও আগুন লাগে। বানজারা হিলসের দমকল বিভাগের এক কর্মকর্তা জানান, ইলেকট্রিকের তার থেকে কোনো ভাবে শর্ট সার্কিট হয়ে আগুন লাগে।

হোটেলের এক কর্মী আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বাকিদের জানান এবং দমকলে খবর দেন। দমকলকর্মীরা এসে দুঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিভিয়ে ফেলেন। তবে পুরো হোটেল ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেলেও আগুন খুব গুরুতর ছিল না বলেই জানা গেছে। এমনকি কেউ আহত হননি।

জানা যায়, হায়দরাবাদের ক্রিকেটারেরা হোটেলের ছয় তলার বিভিন্ন ঘরে ছিলেন। তাদের সঙ্গে সঙ্গে নামিয়ে এনে বাসে করে নিরাপদ জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। হোটেলে বাকি যাঁরা ছিলেন তারা দৌড়োদৌড়ি করতে থাকেন। বেশির ভাগকেই অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। আগুন নিভে যাওয়ার পর সবাইকে ফেরত আনা হয়।