ম্যাচ হেরে জরিমানাও গুনলেন দিল্লি অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
১৪ এপ্রিল ২০২৫, ১৫:৩৪
শেয়ার :
ম্যাচ হেরে জরিমানাও গুনলেন দিল্লি অধিনায়ক

আইপিএলে টানা জয়ের পর প্রথম পরাজয়ের ম্যাচে দুঃসংবাদ শুনলেন অক্ষর প্যাটেল। শাস্তি পেয়েছেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক। গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে অর্থদণ্ড দিতে হচ্ছে তাকে।

রবিবার আরুন জেটলি স্টেডিয়ামে মন্থর ওভার রেটের কারণে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে অক্ষরকে। তবে মৌসুমে প্রথমবার এই অপরাধে ধরা পড়ায় আর বাড়েনি তার শাস্তি।

আসরের আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, মৌসুমে প্রথমবার ওভার-রেটে পিছিয়ে থাকলে ১২ লাখ রুপি জরিমানা করা হয়। পঞ্চম ম্যাচে এসে সেই শাস্তি পেলেন অক্ষর। তবে পরবর্তী ম্যাচগুলোতে একই ভুল করলে বাড়বে তার জরিমানা।

এদিকে ম্যাচের প্রথম ইনিংসে তিলাক ভার্মার ফিফটির সঙ্গে রায়ান রিকেলটন, সুরিয়াকুমার ইয়াদাভ, নামান ধিরের ক্যামিও ইনিংসে ২০৫ রানের সংগ্রহ পায় মুম্বাই। জবাবে কারুন নায়ারের বিধ্বংসী ইনিংসে ভালো অবস্থানে থাকলেও শেষ পর্যন্ত ১২ রানে হেরে যায় দিল্লি।

টুর্নামেন্টে পঞ্চম ম্যাচে দিল্লির এটি প্রথম পরাজয়। যথাসময়ে নিজেদের বোলিং ইনিংস শেষ করতে না পারায় জরিমানা গুনলেন অক্ষর।