পৃথ্বী নয়, রুতুরাজের বদলি হিসেবে চেন্নাইয়ের ডেরায় ১৭ বছরের তরুণ
চলতি আইপিএলে চেন্নাইয়ের ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হয়ে এসেছে অধিনায়ক রুতুরাজ গাইকোয়াড়ের ইনজুরি। টুর্নামেন্টে নিজেদের প্রথম ৬ ম্যাচের ৫টিতেই হার দেখা চেন্নাইয়ের অধিনায়কত্ব এখন ধোনির কাঁধে। তবে বদলি হিসেবে তো কাউকে নিতে হবে! খুব চাউর হয়েছিল, রুতুরাজের বদলি হিসেবে দেখা যেতে পারে নিলামে দল না পাওয়া পৃথ্বী শ’কে। তবে সেটি হচ্ছে না।
রুতুরাজের পরিবর্তে ১৭ বছরের এক তরুণ ক্রিকেটারকে দলে ভেড়াল চেন্নাই। তার নাম আয়ুশ মাহাত্রে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে পরের ম্যাচেই পাওয়া যাবে না আয়ুশকে। আগামী ২০ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ওয়াংখেড়ে ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন এই তরুণ।
এর আগে, ট্রায়ালের জন্য আয়ুশকে ডেকেছিল চেন্নাই। ম্যানেজমেন্টকে মুগ্ধ করেছে এই তরুণ। এরপরই তাকে দলে ভেড়ানোর ঘোষণা দেয় চেন্নাই। মুম্বাই ক্রিকেটে চেনা নাম আয়ুশ। প্রথম শ্রেণিতে মাত্র ৯ ম্যাচেই ৫০৪ রান করে ফেলেছেন তিনি।
লিস্ট ‘এ’ ক্রিকেটেও মন্দ নয় আয়ুশের পরিসংখ্যান। মাত্র ৭টি ম্যাচেই করে ফেলেছেন ৪৫৮ রান। গত বছরের অক্টোবরেই প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছে তার।