লাহোরের দ্রুততম হাফ সেঞ্চুরি এখন বিলিংসের দখলে
পিএসএলে বিস্ফোরক ব্যাটিংয়ের নমুনা দেখালেন লাহোর কালান্দার্সের স্যাম বিলিংস। গতকাল কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২১৯ রান করে লাহোর। ম্যাচে শেষদিকে নেমে মাত্র ১৯ বলে ৫০ রান করে এই রান তুলতে সাহায্য করেন বিলিংস। পিএসএলে লাহোরের হয়ে এটিই দ্রুততম ফিফটি।
বিলিংস ছাড়িয়ে গেছেন লাহোরের সাবেক ব্যাটার কামরান আকমলের রেকর্ড। ২০১৬ সালের পিএসএল মৌসুমে মাত্র ২২ বলে ফিফটি হাঁকিয়েছিলেন কামরান। পিএসএল ইতিহাসে সবচেয়ে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড আসিফ আলি ও রাইলি রুশোর। দুজনেই ফিফটি করতে খরচ করেছেন মোটে ১৭ বল।
পিএসএলে লাহোরের হয়ে দ্রুততম ফিফটি
স্যাম বিলিংস---------১৯ বল------১৩ এপ্রিল, ২০২৫
উমর আকমল-------২২ বল-------৮ ফেব্রুয়ারি, ২০১৬
ক্রিস লিন------------২২ বল------১৫ মার্চ ২০২০
বেন ডাঙ্ক------------২৩ বল------৮ মার্চ, ২০২০
উমর আকমল-------২৩ বল-------১৬ ফেব্রুয়ারি, ২০১৬
গতকাল রবিবার লাহোরের ২১৯ রানের জবাবে ১৪০ রানেই অলআউট হয়েছে কোয়েটা গ্লাডিয়েটর্স। ম্যাচে ৩ উইকেট নিয়ে লাহোরের জয়ে বড় অবদান রেখেছেন বাংলাদেশি স্পিনার রিশাদ হোসেন।