সালাহর রেকর্ড, শিরোপার আরও কাছে লিভারপুল
ধরাছোঁয়ার বাইরে থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতার পথে লিভারপুল। আজ রবিবার রাতে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ২-১ গোলের জয়ে শিরোপার আরও কাছে গেল আর্না স্লটের দল। ৬ ম্যাচ হাতে থাকা লিভারপুলের শিরোপা জিততে লাগবে আর মাত্র ৬ পয়েন্ট।
প্রিমিয়ার লিগে পরের দুই ম্যাচে লেস্টার সিটি এবং টটেনহামকে হারালেই ৪ ম্যাচ হাতে রেখে শিরোপা উদযাপন করবে লিভারপুল। তবে আর্সেনাল যদি তাদের পরের ম্যাচে ইপসউইচের কাছে হারে তাহলে আগামী রবিবার জিতেই চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেতে পারে অলরেডরা। ওয়েস্ট হ্যামকে হারানোর পর ৩৮ ম্যাচের প্রিমিয়ার লিগে লিভারপুলের পয়েন্ট ৭৬। সমান ম্যাচে দুইয়ে থাকা আর্সেনালের পয়েন্ট ৬৩।
আজ ম্যাচে লিভারপুলকে প্রথমে এগিয়ে দেন লুইস দিয়াজ। এই গোলে অ্যাসিস্ট করেন কিছুদিন আগেই নতুন চুক্তি করা মোহাম্মদ সালাহ। ম্যাচের ১৮ মিনিটে ইব্রাহিম কোনাতের বাড়িয়ে দেওয়া বলে দারুণভাবে ছুটে দিয়াজকে দেন সালাহ। গোল করতে কোনো ভুল করেননি কলম্বিয়ান তারকা।
এই নিয়ে চলতি মৌসুমে এখনো পর্যন্ত ৩২ ম্যাচে ৪৫ গোলে অবদান রেখেছেন সালাহ। এর মধ্যে ২৭টি গোল ও ১৮টি অ্যাসিস্ট করেছেন এই মিসরীয় তারকা। ইংলিশ প্রিমিয়ার লিগের এক মৌসুমে যা সর্বোচ্চ গোলে অবদান রাখার ঘটনা। এর আগে সর্বোচ্চ ৪৪ গোলে অবদান রেখেছিলেন থিয়েরি অঁরি ও আর্লিং হলান্ড।
প্রথমার্ধে আর কোনো গোল না হলে দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোল খেয়ে বসে লিভারপুল। নিজেদের জালেই বল জড়ান লিভারপুলের অ্যান্ড্রু রবার্টসন। পরে দলকে উদ্ধার করেন লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক। ৮৯ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে দলকে জয়ের মুখ দেখান তিনি।