মুখ খোলার হুমকি দেওয়ায় শাস্তি দ্বিগুণ হলো হৃদয়ের

স্পোর্টস ডেস্ক
১৩ এপ্রিল ২০২৫, ২০:২৯
শেয়ার :
মুখ খোলার হুমকি দেওয়ায় শাস্তি দ্বিগুণ হলো হৃদয়ের

আবাহনী-মোহামেডান ম্যাচে আম্পায়ারদের সঙ্গে তর্ক করায় গতকাল রবিবার হৃদয়কে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেন রেফারি। তবে ম্যাচের পর আম্পায়ারের বিপক্ষে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলার হুমকি দেওয়ায় আজ তাকে আরও এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ৮০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে তাকে। 

গতকাল মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আবাহনী লিমিটেডের ব্যাটিংয়ের সময় আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ দেখান এবাদত ও হৃদয়। পরে আনুষ্ঠানিক শুনানির মাধ্যমে দুজনকে শাস্তি দেওয়ার কথা জানান ম্যাচ রেফারি নেয়ামুর রশিদ রাহুল। আবাহনীর ইনিংসের অষ্টম ওভারে এবাদতের বলে ব্যাট লাগাতে ব্যর্থ হন মোহাম্মদ মিঠুন। আবেদন করলেও সাড়া দেননি আম্পায়ার তানভির আহমেদ। পরে ব্যাপক ক্ষোভ দেখান এই পেসার। সেসময় এগিয়ে আসেন দেশসেরা আম্পায়ার শরফৌদ্দুল্লা ইবনে শহীদ সৈকতও। তিনি পুনরায় খেলা শুরুর ইঙ্গিত দেওয়ার পর রেগে উঠতে দেখা যায় হৃদয়কে। 

আঙুল উঁচিয়ে সৈকতকে কিছু একটা বলতে দেখা যায় হৃদয়কে। তখন তাকে সরিয়ে নেন সতীর্থ মেহেদী হাসান মিরাজ। আম্পায়ারকে সরিয়ে নেন মুশফিকুর রহিম। আবাহনীর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও দেখা যায় হৃদয়কে শান্ত করতে। এরপর আরও কয়েকটি উত্তেজনাকর ঘটনা ঘটে। 

মাঠের ওই আচরণের কারণে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয় হৃদয়কে। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হৃদয় বলেন, ‘সে (শরফৌদ্দুল্লা ইবনে শহীদ সৈকত) আন্তর্জাতিক আম্পায়ার তাকে আমরা সম্মান করি, আমরাও আন্তর্জাতিক ক্রিকেটার। এখানে যারা ছিল বেশিরভাগই আন্তর্জাতিক ক্রিকেট খেলছে সো, এমন ম্যাচে দুই-একটা ডিসিশন অনেক বড় ব্যবধান গড়ে দিতে পারে। যদি আবার হিতে অন্যদিকে যায় আমি মুখ খুলবো ইনশাল্লাহ।’ 

হৃদয়ের এই ব্যাপারটি নিয়ে আজ আম্পায়ারদের সঙ্গে বৈঠক করেন ম্যাচ রেফারি। এরপরই আসে নতুন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত। বিসিবির কোড অব কন্ডাক্টের ২.৭ ও ২.৮ ধারা ভাঙার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।