ফিফটির সেঞ্চুরিতে কোহলির রেকর্ড, ওপরে কেবল একজন

স্পোর্টস ডেস্ক
১৩ এপ্রিল ২০২৫, ২০:০৬
শেয়ার :
ফিফটির সেঞ্চুরিতে কোহলির রেকর্ড, ওপরে কেবল একজন

২০০৮ সালে শুরুর আসর থেকে এখনো পর্যন্ত আইপিএল খেলা অল্প কয়েকজন ক্রিকেটারদের মধ্যে একজন বিরাট কোহলি। গত ১৮টি আসরে ব্যাট হাতে কখনোই খুব একটা খারাপ সময় পার করেননি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই ব্যাটার। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলার আগেও ছিলেন দারুণ ফর্মে। এবার টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি তৈরি করলেন ইতিহাস। দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে করলেন এক শ হাফ সেঞ্চুরি। 

আইপিএলে চলতি মৌসুমে দারুণ ফর্মে আছেন কোহলি। আজ রাজস্থান রয়্যালসের বিপক্ষে করলেন আসরের তৃতীয় ফিফটি। তাতে সাঞ্জু স্যামসনদের ১৭৪ রানের লক্ষ্য ৯ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় বেঙ্গালুরু। ম্যাচে ৪৫ বলে অপরাজিত ৬২ রানের ইনিংস খেলেন কোহলি। এটিই ছিল টি-টোয়েন্টি ক্রিকেটে তার শততম ফিফটি। 

টি-টোয়েন্টি ক্রিকেটে ফিফটির দিক দিয়ে কোহলির ওপরে কেবল একজনই আছেন। তিনি অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। ১০৮টি হাফ সেঞ্চুরি আছে বর্তমানে পিএসএল খেলা এই তারকার। কোহলি ছাড়া ভারতের আর কোনো ব্যাটার টি-টোয়েন্টিতে ফিফটির তালিকায় সেরা পাঁচেও নেই। দ্বিতীয় সর্বোচ্চ ৭৮ ফিফটি আছে রোহিত শর্মার। 

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ফিফটি

ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)- ১০৮

বিরাট কোহলি (ভারত)- ১০০

বাবর আজম (পাকিস্তান)- ৯০

ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)- ৮৮

জস বাটলার (ইংল্যান্ড)- ৮৬

এদিকে, আজ রাজস্থানকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এসেছে বেঙ্গালুরু। ৬ ম্যাচে ৮ পয়েন্ট রজত পতিদারের দলের। এর আগে কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংসের মাঠে গিয়ে জিতে এসেছে দলটি। তবে ঘরের মাঠে হেরে গেছে গুজরাট টাইটানস ও দিল্লি ক্যাপিটালসের কাছে।