বাংলাদেশের বিপক্ষে রেকর্ড সংগ্রহ আয়ারল্যান্ডের
বেশিক্ষণ থাকেনি বাংলাদেশের হাসিমুখ। ছবি: সংগৃহীত
নারী বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে বিশাল জয় পেয়েছিল বাংলাদেশ। তবে রেকর্ড গড়া সেই ম্যাচের পরের ম্যাচেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ল লাল-সবুজ জার্সিধারীরা। আজ রবিবার টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের মেয়েরা বাংলাদেশের সামনে রেখেছে বড় লক্ষ্য।
লাহোরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৫ রানে থেমেছে আয়ারল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে এটিই আইরিশ নারীদের সর্বোচ্চ রান তোলার রেকর্ড। এর আগে, টাইগ্রেসদের বিপক্ষে তাদের সর্বোচ্চ রান ছিল ১৯৩। আইরিশদের বিপক্ষে সর্বোচ্চ ২৫২ রান তোলার নজির আছে বাংলাদেশের। গত বছর নভেম্বরে মিরপুরে এই রান তোলে নিগার সুলতানা জ্যোতির দল। সেটি ছিল প্রথমে ব্যাট করে। তাই আজ ২৩৬ রান তাড়া করা বেশ কঠিনই হবে বাংলাদেশের জন্য।
টসে জিতে ব্যাট করতে নেমে আজ ৬ রানের মাথায় প্রথম উইকেট হারালেও এরপর দৃঢ়তা দেখায়। ৭৭ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে ৭২ রানের জুটি গড়েন ওরলা প্রেনডারগাস্ট ও লরা ডিলানি। মূলত, আইরিশদের দুই শ পার করতে মূল ভূমিকা রাখেন এই দুজনই।
৬৪ বলে ৪১ রান করে প্রেনডারগাস্ট আউট হলেও ডিলানি আউট হন ৭৫ বলে ৬৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে। এছাড়া অ্যামি হান্টার ৩৮ বলে ৩৩ ও আরলিন কেলি ১৭ বলে অপরাজিত ২৪ রানের ইনিংস খেলে দলের লড়াকু সংগ্রহে বড় অবদান রাখেন।
বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল লেগ স্পিনার রাবেয়া খান। ১০ ওভারে ৩৯ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেন তিনি। ২টি উইকেট পেলেও ৮ ওভারে ফাহিমা খাতুনকে হজম করতে হয়েছে ৫০ রান। বাকি একটি উইকেট জান্নাতুল ফিরদুসের। এর বাইরে দুইজনকে রানআউট করে বাংলাদেশ।