অভিষেকের চিরকুট নিয়ে ‘মজা নিলেন’ হেড

স্পোর্টস ডেস্ক
১৩ এপ্রিল ২০২৫, ১৭:৫৭
শেয়ার :
অভিষেকের চিরকুট নিয়ে ‘মজা নিলেন’ হেড

চলতি আইপিএলে প্রথম ম্যাচে জিতলেও পরের চারটিতে টানা হার দেখে সানরাইজার্স হায়দরাবাদ। গতকাল শনিবার পাঞ্জাব কিংসকে হারিয়ে আবারও জয়ের ধারায় ফেরে গতবার ফাইনাল খেলা দলটি। প্রথম ৫ ম্যাচে ফর্মে ছিলেন না দলটির ওপেনার অভিষেক শর্মাও। তবে ষষ্ঠ ম্যাচে ১৪১ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে জেতাতে সবচেয়ে বড় অবদান রাখেন তিনিই। 

গতকাল সেঞ্চুরি করে গ্যালারির উদ্দেশে একটি চিরকুট মেলে ধরেন অভিষেক। যাতে লেখা ছিল, ‘এটা ‘‘অরেঞ্জ আর্মিদের’’ (হায়দরাবাদ সমর্থক) জন্য।’ গতকাল ম্যাচের পর অভিষেকের ওপেনিং সতীর্থ ট্রাভিস হেড দাবি করেছেন, প্রথম ৬ ম্যাচেই ওই চিরকুট অভিষেকের পকেটে ছিল। তবে তার সেই দাবি উড়িয়ে দিয়েছেন অভিষেক। 

হেড বলেছেন, ‘শেষ ছয়টি ম্যাচে অভিষেকের পকেটে ওই চিরকুটটা ছিল। আমরা খুশি যে আজ সেটা বার করতে পেরেছে।’ পরে অভিষেক বলেন, ‘সত্যি বলতে, আজ সকালেই কথাগুলো লিখেছিলাম। রোজ সকালে উঠেই কিছু না কিছু লিখি। আজ হঠাৎ করে মাথায় এল, যদি ম্যাচে কিছু করতে পারি সেটা অরেঞ্জ আর্মিকে উৎসর্গ করব। আমি ভাগ্যবান যে আজই দিনটা এসেছে।’

গতকাল ম্যাচের আগে বেশ অসুস্থ ছিলেন অভিষেক। সেই কথা জানিয়ে বিধ্বংসী এই ব্যাটার বলেন, ‘চার দিন বেশ অসুস্থ ছিলাম। জ্বর ছিল। যুবরাজ সিং, সূর্যকুমার যাদবের মতো মানুষদের কাছে আমি কৃতজ্ঞ। ওদের মতো মানুষদের পাশে পাওয়া ভাগ্যের ব্যাপার। দু’জনেই প্রতিদিন ফোন করত। আমার শরীরের খোঁজ নিত। সাহস দিত। দু’জনেই আমাকে খুব ভরসা করে।’

ম্যাচ খেলা নিয়েও অনিশ্চয়তা ছিল অভিষেকের, ‘ম্যাচটা খেলতে পারব কি না বুঝতে পারছিলাম না। শারীরিক কারণে নিজেই একটু দ্বিধায় ছিলাম। কিন্তু ওরা দু’জন সমানে সাহস দিয়ে গিয়েছে। সমানে বুঝিয়েছে, ঠিক খেলতে পারব। ওদের মতো মানুষেরা ভরসা রাখলে একটা আত্মবিশ্বাস তৈরি হয়ে যায়। মনে হয়, ঠিক পারব। আমার কাছে এটা এমন একটা ইনিংস, যেটার অপেক্ষায় ছিলাম। কাঙ্ক্ষিত ইনিংসটা শেষ পর্যন্ত খেলতে পারলাম।’