যে কারণে সবুজ জার্সি পরে খেলতে নেমেছে বেঙ্গালুরু
ঘরের মাঠে একরকম জার্সি, বাইরের মাঠে ভিন্ন; ফুটবল মাঠে এটি একটি সাধারণ নিয়ম। তবে ক্রিকেটে ম্যাচভেদে এমন জার্সির বদল খুব একটা চোখে পড়ে না। আজ অবশ্য আইপিএলে দেখা গেল এমন কিছু। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে নিজেদের চিরাচরিত লাল-কালো জার্সির পরিবর্তে কালো-সবুজ জার্সি পরে নেমেছে বেঙ্গালুরুর ক্রিকেটাররা।
আজ বেঙ্গালুরু কালো-সবুজ জার্সিটি পরেছে আরও গাছ লাগানোর জন্য সচেতনতা বৃদ্ধির জন্য। টসে জিতে সেটি বলেন বেঙ্গালুরু অধিনায়ক রজত পতিদারও, ‘আমরা আগে বল করব। পিচ বেশ কঠিন ও ভালো মনে হয়েছে। আমরা জানি পিচ কীভাবে আচরণ করে। এটা (সবুজ জার্সি) বেশি বেশি গাছ লাগানোর জন্য সচেতনতা।’
আগের ৫ ম্যাচের মধ্যে ৩টিতে জয় পাওয়া বেঙ্গালুরু কোনো পরিবর্তন ছাড়াই এদিন মাঠে নামে। ঘরের মাঠে ২টি ম্যাচ হারলেও অন্যের মাঠে গিয়ে ৩টি ম্যাচই জেতে দলটি। আজও প্রতিপক্ষের মাঠে খেলতে নেমেছে তারা জয়ের লক্ষ্যে।