পিএসএলে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি এখন ভিন্সের
আইপিএলের মতো শনিবার রাতে রানবন্যা দেখা গেছে পিএসএলের ম্যাচেও। প্রথমে ব্যাট করা মুলতান সুলতানসের ২৩৫ রানের পাহাড়সম লক্ষ্য করাচি কিংস পেরিয়ে যায় ৪ বল ও ৪ উইকেট হাতে রেখেই। দুর্দান্ত এই জয়ে করাচির নায়ক জেমস ভিন্স। রান তাড়ায় মাত্র ৪৩ বলে ১০১ রান করে থেমেছেন এই ইংলিশ তারকা।
ঝোড়ো এই সেঞ্চুরি করার পথে ১৪টি চার ও ৪টি ছক্কা হাঁকানো ভিন্স সেঞ্চুরি করেছেন মাত্র ৪২ বলে। পাকিস্তান সুপার লিগের ইতিহাসে যা তৃতীয় দ্রুততম ঘটনা। পিএসএলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড উসমান খানের। ৩৬ বলে শতক হাঁকিয়েছিলেন এই টপ অর্ডার ব্যাটার। দ্বিতীয় দ্রুততম হিসেবে ৪১ বলে সেঞ্চুরি পেয়েছিলেন রাইলি রুশো।
পিএসএলে দ্রুততম সেঞ্চুরি
উসমান খান---------মুলতান সুলতানস-----৩৬ বল
রাইলি রুশো---------কোয়েটা গ্লাডিয়েটরস--৪১ বল
জেমস ভিন্স-------করাচি কিংস------------৪২ বল
রাইলি রুশো---------মুলতান সুলতানস------৪৩ বল
জেসন রয়-----------কোয়েটা গ্লাডিয়েটরস---৪৪ বল
করাচির জয়ের পথে গতকাল ভিন্সের পাশাপাশি বড় অবদান রেখেছেন খুশদিল শাহও। ৩৮ বলে ৬০ রানের নান্দনিক এক ইনিংস খেলেছেন তিনি। ৫টি চারের পাশাপাশি হাঁকিয়েছেন ৪টি ছক্কাও। ভিন্সের সঙ্গে গড়েছেন ম্যাচ জেতানো ১৪২ রানের জুটি।