গোল উৎসব করে সেরা চারে সিটি

স্পোর্টস ডেস্ক
১২ এপ্রিল ২০২৫, ২১:৫১
শেয়ার :
গোল উৎসব করে সেরা চারে সিটি

ব্যর্থতায় ভরা মৌসুমে দারুণ উৎসবের উপলক্ষ পেল ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগের ম্যাচে গোল উৎসব করে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। তাতে পয়েন্ট টেবিলেরও সেরা চারে উঠে এসেছে গত চারবারের চ্যাম্পিয়নরা। 

প্যালেসের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েছিল সিটিই। অষ্টম মিনিটে ইংলিশ মিডফিল্ডার এবেরেচি এজের গোলে এগিয়ে যাওয়ার পর ২১তম মিনিটে অ্যাডাম হোয়ার্টনের কর্নারে হেডে ব্যবধান দ্বিগুণ করেন যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার ক্রিস রিচার্ডস।

প্রথমার্ধেই অবশ্য ম্যাচে সমতা আনে সিটি। তিন মিনিটের ব্যবধানে দুই গোল দিয়ে সিটিকে প্রাথমিক ধাক্কা সামলে উঠতে সাহায্য করেন কেভিন ডে ব্রুইনা ও ওমার মার্মাউশ। ৩৩তম মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে সরাসরি ফ্রি কিকে গোল দেন ডি ব্রুইনা। আর হেড পাস পেয়ে দারুণ শটে গোল দেন মার্মাউশ। 

নিজেদের মাট ইত্তিহাদ স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধে প্যালেসকে আর কোনো সুযোগ দেয়নি সিটি। তিন গোল করে দলের ব্যবধান ৫-২ করেন মাতেও কোভাচিচ, জেমস ম্যাকাটি ও নিকো ও’রাইলি।

এই জয়ে লিগ টেবিলে দুই ধাপ এগিয়ে চার নম্বরে পেপ গার্দিওলার দল। ৩২ ম্যাচে ১৬ জয় ও ৭ ড্রয়ে ৫৫ পয়েন্ট চতুর্থ স্থানে আছে তারা। দুই পয়েন্ট করে কম নিয়ে চেলসি পঞ্চম ও নিউক্যাসল ইউনাইটেড ষষ্ঠ স্থানে নেমে গেছে। যদিও দুই দলই সিটির চেয়ে একটি করে ম্যাচ কম খেলেছে।