কলকাতার যে ‘৩ গোয়েন্দার’ কারণে বিধ্বস্ত হয়েছে চেন্নাই

স্পোর্টস ডেস্ক
১২ এপ্রিল ২০২৫, ১৮:০৯
শেয়ার :
কলকাতার যে ‘৩ গোয়েন্দার’ কারণে বিধ্বস্ত হয়েছে চেন্নাই

চলতি আইপিএলে শুরুটা ভালো করলেও এরপর খেই হারায় চেন্নাই সুপার কিংস। উদ্বোধনী ম্যাচে জয়ের পর মহেন্দ্র সিং ধোনির দল হারে টানা ৫ ম্যাচ। গতকাল কলকাতা নাইট রাইডার্সের কাছে সবচেয়ে বাজেভাবে হেরেছে চেন্নাই। চিপকে মাত্র ১০৩ রানেই অলআউট হয়েছিল ঘরের দলটি। জবাব দিতে নেমে কলকাতা ১০.১ ওভারেই জিতে যায় ৮ উইকেটে। 

ম্যাচের পর কলকাতার অধিনায়ক আজিঙ্কা রাহানে জানালেন জয়ের রহস্য। চেন্নাইয়ের মাঠে খেলায় অভিজ্ঞ তিনজনের কারণেই জয় পাওয়া সহজ হয়েছে বলে মনে করেন তিনি। এই তিনজনের মধ্যে অবশ্য রাহানে নিজেও আছেন। 

কলকাতা অধিনায়ক বলেন, ‘আমি গত দুই বছর চেন্নাইয়ের হয়ে খেলেছি। মঈনও (আলী) খেলেছে। ডোয়াইন ব্র্যাভো দীর্ঘদিন চেন্নাইয়ে খেলেছে। এখানকার উইকেট আমরা তিনজনই ভালোভাবে চিনি। সেই জন্য পরিকল্পনা করতে সুবিধা হয়েছে। তবে কী পরিকল্পনা করেছিলাম তা এখনই বলব না। কারণ, সামনে আরও অনেক ম্যাচ খেলতে হবে।’

চেন্নাইয়ের স্পিন দুর্গে স্পিন দিয়েই কুপোকাত করেছে কলকাতা। সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী ও মঈনদের সামনে দাঁড়াতেই পারেনি ধোনিদের দল। ৪ ওভারের কোটা পূরণ করে তিনজনই ইকোনমি ছয়ের নিচে রেখেছেন, তুলে নিয়েছেন ৬ উইকেট। 

দুর্দান্ত জয়ে স্পিনারদের কৃতিত্ব দিয়ে রাহানে বলেন, ‘স্পিনারেরা যে ভাবে বল করেছে তা এক কথায় অসাধারণ। মঈনকে নেওয়ার সিদ্ধান্ত যে সঠিক তা প্রমাণিত হয়েছে। সুনীল ও বরুণও দুর্দান্ত বল করেছে। আগের ম্যাচে সুনীল রান দিয়েছিল। কিন্তু এই ম্যাচে ও ফিরেছে। বৈভব ও হর্ষিতও ভাল বল করেছে। সব মিলিয়ে দলের বোলারদের নিয়ে আমি খুব খুশি।’

গতকালের বড় জয়ের পর পয়েন্ট তালিকায় ছয় নম্বর থেকে এক ধাক্কায় তিনে চলে এসেছে কলকাতা। বড় জয়ের কারণে রানরেট বেড়েছে তাদের। বিষয়টি নিয়ে শুরুতে না ভাবলেও পরে মাথায় আসে রাহানেদের, ‘আমরা শুরুতে শুধু জয়ের কথা ভাবছিলাম। কত তাড়াতাড়ি জিতব তা ভাবিনি। কিন্তু পাওয়ার প্লে-তে সুনীল ও ডি’কক দুর্দান্ত শুরু করেছে। পাওয়ার প্লে-র পরে আমাদের মনে হয়েছিল, এ বার দ্রুত খেলা শেষ করতে পারি। তা হলে নেট রানরেট ভাল হবে। সেটা হয়েছে।’