মেয়ের কারণে খেলতে পারছেন না মার্শ
চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে আছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অলরাউন্ডার মিচেল মার্শ। তবে আজ গুজরাট টাইটানসের বিপক্ষে খেলতে পারছেন না অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার। আজ শনিবার বাংলাদেশ সময় বিকেল চারটায় শুরু হয়েছে ম্যাচটি।
মেয়ের অসুস্থতার জন্য আজকে মার্শকে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন লক্ষ্ণৌ অধিনায়ক রিশাভ পান্ত। আজ লক্ষ্ণৌয়ের অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে শুভমান গিলের সঙ্গে টস করতে গিয়ে একথা জানান তিনি।
ম্যাচে টসে জিতে বোলিং বেছে নেন পান্ত। এসময় তাকে জিজ্ঞেস করা হয় কোনো পরিবর্তন আসছে নাকি তাদের একাদশে। উত্তরে পান্ত বলেন, ‘মিচেল মার্শের পরিবর্তে হিম্মত সিং খেলবেন। মার্শের মেয়ের শরীর ভালো নয়, তাই সে তার (মেয়ের) দেখাশোনা করছে।’
লক্ষ্ণৌয়ের হয়ে শেষ কয়টি ম্যাচে আগুনে ফর্মে ছিলেন মার্শ। তাকে না পাওয়াটা দলের জন্য বড় ধাক্কা। ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডারের সবশেষ ৫ ইনিংস হলো- ৭২, ৫২, ০, ৬০ ও ৮১। অর্থাৎ ৫ ম্যাচে ২৪৫ রান। সবগুলো ম্যাচেই ইমপ্যাক্ট সাব হিসেবে খেলেছেন তিনি। মার্শের অনুপস্থিতিতে পান্তের ওপর এখন বড় দায়িত্ব।