বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার স্কলারশিপ
২০২৫-২৬ শিক্ষাবর্ষে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলো। টিউশন ফি মওকুফসহ আবাসন, চিকিৎসা সুবিধা এবং মাসিক ভাতার সুবিধা রাখা হয়েছে বিশ^বিদ্যালয়গুলোর স্কলারশিপের মাধ্যমে, যেখানে বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। কয়েকটি দেশের স্কলারশিপ নিয়ে আজকের আয়োজনে তুলে ধরা হলো...
কানাডা
বিদেশি শিক্ষার্থীদের জন্য অন্যতম শীর্ষ গন্তব্য কানাডা। দেশটির উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলো নানা ধরনের বৃত্তি দেয়। দেশটির ইউনিভার্সিটি অব আলবার্টাও বৃত্তি দিচ্ছে। এ বৃত্তির আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে আবেদন করতে পারবেন। ইউনিভার্সিটি অব আলবার্টা কানাডার আলবার্টার এডমন্টনে অবস্থিত। পাবলিক গবেষণাভিত্তিক এই বিশ্ববিদ্যালয়ের এডমন্টনে চারটি ক্যাম্পাস রয়েছে।
বৃত্তির সুযোগ-সুবিধা
ইউনিভার্সিটি অব আলবার্টা বৃত্তিতে শিক্ষার্থীদের নানা ধরনের সুবিধা দিয়ে থাকে। প্রথম বর্ষে শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসা পারমিটসহ বৃত্তি দেওয়া হয়। বৃত্তির আর্থিক মূল্য ৯ হাজার ডলার। চার বছরের জন্য প্রযোজ্য এ বৃত্তি। এ ছাড়া গোল্ড স্ট্যান্ডার্ড বৃত্তি, ডক্টরাল বৃত্তি, মাস্টার্স প্রবেশিকা বৃত্তিসহ একাধিক বৃত্তির সুযোগ আছে এ বিশ্ববিদ্যালয়।
পড়াশোনার বিষয়গুলো
আলবার্টা বিশ্ববিদ্যালয় ২০০টির বেশি স্নাতক ডিগ্রি, ৫০০টির বেশি স্নাতকোত্তর ডিগ্রি প্রেগ্রাম অফার করে শিক্ষার্থীদের। এগুলো হলো নার্সিং, ফার্মেসি ও ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস, মেডিসিন ও দন্ত চিকিৎসা, বিজ্ঞান, প্রকৌশল, আইন, সামাজিক বিজ্ঞান, আলবার্টা স্কুল অব বিজনেস, কৃষি ও পরিবেশবিজ্ঞান।
আবেদনের যোগ্যতা
# স্নাতক ডিগ্রির জন্য আবেদন করতে হলে অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে
# মাস্টার ডিগ্রির জন্য আবেদন করতে স্নাতক ডিগ্রিধারী হতে হবে
# পিএইচডি ডিগ্রিতে ভর্তির জন্য মাস্টার ডিগ্রির সার্টিফিকেট দেখাতে হবে।
আবেদনের পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে।
আবেদনের শেষ তারিখ
১ নভেম্বর, ২০২৫।
পাকিস্তান
বিনামূল্যে বিভিন্ন প্রগ্রামে বাংলাদেশি শিক্ষার্থীদের অধ্যয়নের সুযোগ দিচ্ছে পাকিস্তানের লাহোর বিশ্ববিদ্যালয়। কমসটেক এবং লাহোর বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগের এক বৃত্তিতে এ সুযোগ দেওয়া হবে। ফুল ডিগ্রি প্রগ্রাম, ফেলোশিপ এবং শর্ট টার্ম ট্রেনিংয়ের জন্য দেওয়া হবে স্কলারশিপ। যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণাপ্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) র?্যাংকিংয়ে ২০২৫ সালে বিশ্বের সেরা ৫০০ বিশ্ববিদ্যালয়ে আছে ইউনিভার্সিটি অব লাহোর।
অধ্যয়নের ক্ষেত্রগুলো
# বৃত্তিতে অ্যালাইন হেলথ সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, ম্যানেজমেন্ট সায়েন্স, আর্ট অ্যান্ড আর্কিটেকচার, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ফার্মেসিতে পড়াশোনার সুযোগ মিলবে।
আবেদনের যোগ্যতা
# বাংলাদেশের নাগরিক।
# বিশ্বের যে কোনো দেশে বসবাসকারী বাংলাদেশের নাগরিকরাও এ প্রগ্রামের জন্য আবেদন করতে পারবেন।
# আবেদনকারীর বয়স ১৭-৪৫ বছর বয়সের মধ্যে।
# নারী এবং সংখ্যালঘু অগ্রাধিকার দেওয়া হবে এ বৃত্তিতে।
# শিক্ষার্থী, তরুণ গবেষক, বিজ্ঞানীরা (পিএইচডি, মাস্টার্স, স্নাতক প্রগ্রামে ভর্তি অথবা সক্রিয় গবেষণায় জড়িত) এ প্রগ্রামের জন্য আবেদনের যোগ্য।
সুযোগ-সুবিধা
# নির্বাচিত প্রার্থীর যাতায়াতের জন্য ১টি ইকোনমি ক্লাসের টিকিট।
# বিমানবন্দরে যাওয়া-আসার জন্য পরিবহনব্যবস্থা।
# শিক্ষার্থী টিউশন ফি মওকুফ পাবেন।
আরও পড়ুন:
পাঠাগার গড়া যাদের স্বপ্ন ছিল
# গবেষক এবং প্রশিক্ষণার্থীরা পাবেন সম্মানী।
# বিনামূল্যে থাকার ব্যবস্থা।
আবেদনের সময়
আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন আগ্রহী শিক্ষার্থীরা।
তুরস্ক
বাংলাদেশ থেকে যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চান, তাদের জন্য একটি গন্তব্য হতে পারে তুরস্ক। শিক্ষাব্যবস্থা ও গবেষণার কারণে দেশটির বিশ্ববিদ্যালয়গুলো অর্জন করছে জনপ্রিয়তা। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও দেশটি উচ্চশিক্ষার অন্যতম আকর্ষণীয় গন্তব্য। শিক্ষার্থীদের জন্য আছে নানা সুযোগ-সুবিধা ও স্কলারশিপ। তেমনি একটি স্কলারশিপ কোক স্কলারশিপ। স্নাতকোত্তর ও পিএইচডিতে দেওয়া হয় এ বৃত্তি। এর কেতাবি নাম ‘কোক বিশ্ববিদ্যালয় স্কলারশিপ-২০২৫’।কোক বিশ্ববিদ্যালয় তুরস্কের ইস্তাম্বুলে একটি বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। ১৯৯৩ সালে ইস্তিনেতে অস্থায়ী ক্যাম্পাসে যাত্রা শুরু করলেও ২০০০ সালে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরিত হয়।
স্নাতকোত্তরে সুযোগ-সুবিধা
# সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করবে।
# মাসে মাসে উপবৃত্তি। আবাসন সুবিধা।
# বেসরকারি স্বাস্থ্যবিমা সুবিধা।
# বৈজ্ঞানিক ইভেন্টে অংশ নিতে ভ্রমণ খরচ দেবে।
পিএইচডিতে সুযোগ-সুবিধা
# সম্পূর্ণ টিউশন ফি মওকুফ।
# মাসে মাসে মিলবে উপবৃত্তি। আবাসন সুবিধা।
# বেসরকারি স্বাস্থ্যবিমা সুবিধা।
# ফ্রি এইচজিএস (ফাস্ট ট্রানজিট পাস) সুবিধা মিলবে।
# বৈজ্ঞানিক ইভেন্টে অংশ নেওয়ার ভ্রমণ খরচ।
# ল্যাপটপ সুবিধা।
# ফ্রি এইচজিএস (ফাস্ট ট্রানজিট পাস) সুবিধা দেবে।
আবেদনের যোগ্যতা
# আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
# একাডেমিক ফল ভালো হতে হবে।
# স্নাতকোত্তরে আবেদনে স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
# পিএইচডিতে আবেদনে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
# ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।
দরকারি কাগজপত্র
# পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি/ছবি।
# পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি)।
আরও পড়ুন:
বৈষম্য ঘোচানোই সত্যিকার মানবিক অর্জন
# একাডেমিক সব সার্টিফিকেট ও মার্কশিট।
# ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষার সনদ (জিম্যাট/টোয়েফল)।
# স্টেটমেন্ট অব পারপাস (এসওপি)।
# রেফারেন্স লেটার।
# ক্ষেত্র সম্পর্কিত অভিজ্ঞতা প্রয়োজন।
# তিনটি প্রবন্ধ থাকতে হবে।
# নন-থিসিস প্রগ্রামের জন্য আবেদন ফি প্রদানের স্লিপ।
# পারিবারিক আয়ের প্রমাণপত্র।
# অন্যান্য ডকুমেন্টেশনেরও প্রয়োজন হতে পারে (নির্দিষ্ট প্রগ্রামের প্রয়োজনীয়তা দেখে নিতে হবে)।
আবেদনের পদ্ধতি
আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিশিয়াল প্রয়োজনীয় শর্তাবলি মেনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ
১৫ মে, ২০২৫।
রোমানিয়া
রোমানিয়া বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের দ্রুত উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর মধ্যে অন্যতম। দেশটির প্রধান ভিত্তি এর শক্তিশালী শিক্ষাব্যবস্থা। রোমানিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন স্কলারশিপের সুযোগ প্রদান করে থাকে, যার মধ্যে অন্যতম ট্রানসিলভানিয়া ইউনিভার্সিটির ‘ট্রানসিলভানিয়া একাডেমিকা স্কলারশিপ’, যা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় একটি সুযোগ।
২০২৫-২৬ শিক্ষাবর্ষে ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে পড়ার সুযোগ দিচ্ছে রোমানিয়ার ট্রানসিলভানিয়া ইউনিভার্সিটি। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এ স্কলারশিপের জন্য। আবেদনের শেষ সময় আগামী ২৫ এপ্রিল, ২০২৫।
সুযোগ-সুবিধা
# সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করবে।
# শিক্ষার্থীদের মাসিক উপবৃত্তি হিসেবে ৮০০ রুমানিয়ান লিউ (বাংলাদেশি টাকায় প্রায় ২১ হাজার ২৩৫ টাকা) প্রদান করবে।
# ডরমিটরিতে বিনামূল্যে থাকার সুযোগ দেবে।
আবেদনের যোগ্যতা
# স্নাতকের জন্য উচ্চ মাধ্যমিকে ভালো ফল থাকতে হবে।
# স্নাতকোত্তরের জন্য স্নাতকে ভালো ফল থাকতে হবে।
# পিএইচডির জন্য স্নাতকোত্তরে ভালো ফল থাকতে হবে।
# ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে।
# বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র
# আবেদনকারীর পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি)।
আরও পড়ুন:
ইবিতে শীতের আগমনী বার্তা
# একাডেমিক পেপারস।
# তিনটি রেফারেন্স লেটার।
# মোটিভেশন লেটার।
# রিসার্চ প্রপোজাল (পিএইচডি)।
# অন্যান্য পেপারস (যদি থাকে)।
আবেদনপদ্ধতি
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ : আগামী ২৫ এপ্রিল, ২০২৫।
জাপান
আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর প্রগ্রামে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ দিচ্ছে জাপান ও বিশ্বব্যাংক। বাংলাদেশসহ বিশ্বব্যাংকের তালিকাভুক্ত উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীরা এই স্কলারশিপে আবেদনের সুযোগ পাবেন। অ্যাপ্লিকেশন উইন্ডো-১-এর আবেদন ১৩ জানুয়ারি থেকে শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে। অ্যাপ্লিকেশন উইন্ডো-২-এর সময়সীমা ২৫ মার্চ থেকে শুরু হয়ে চলবে ২৪ মে, ২০২৫ পর্যন্ত।
সুযোগ-সুবিধা
# সম্পূর্ণ টিউশন ফিমুক্ত। বিমানে আসা-যাওয়ার খরচ দেবে। চিকিৎসা বিমা সুবিধা দেবে।
# মাসিক উপবৃত্তি দেবে (আবাসন, খাবার ও বই ক্রয়ের ব্যয় বহন করা যাবে)।
আবেদনের যোগ্যতা
# বিশ্বব্যাংকের সদস্যভুক্ত উন্নয়নশীল দেশের নাগরিক হতে হবে। কোনো উন্নত দেশের দ্বৈত নাগরিকত্ব থাকা যাবে না। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
# আবেদনের তারিখের ন্যূনতম ৩ বছর আগে স্নাতক সম্পন্ন করতে হবে। স্নাতকের পর ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে হবে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
নিজে বহন করতে হবে যেসব খরচ
# ভিসা আবেদনের খরচ।
# পরিবারের সদস্যদের খরচ।
# অতিরিক্ত একাডেমিক কোর্স বা প্রশিক্ষণ খরচ।
# স্টাডি প্রগ্রাম চলাকালীন অতিরিক্ত ভ্রমণ।
# গবেষণাবিষয়ক খরচ, সম্পূরক শিক্ষা উপকরণ, ফিল্ড ট্রিপ, ওয়ার্কশপ/সেমিনারে অংশগ্রহণ বা ইন্টার্নশিপ ও শিক্ষাগত সরঞ্জাম; যেমনÑ কম্পিউটার।
# আবাসিক পারমিট ফি।
আবেদন যেভাবে : অনলাইনে আবেদন করা যাবে।
আবেদনের শেষ তারিখ
অ্যাপ্লিকেশন উইন্ডো-২ : ২৪ মে, ২০২৫।