জল্পনা কাটিয়ে ২০২৭ সাল পর্যন্ত লিভারপুলে সালাহ

স্পোর্টস ডেস্ক
১১ এপ্রিল ২০২৫, ১৪:৪৩
শেয়ার :
জল্পনা কাটিয়ে ২০২৭ সাল পর্যন্ত লিভারপুলে সালাহ

এ বছরই লিভারপুলের সঙ্গে চুক্তি শেষ ছিল মিসরীয় তারকা মোহাম্মদ সালাহর। বছরের শুরুতেই নতুন করে ক্লাবটির সঙ্গে আর চুক্তি না করার ইঙ্গিত দিয়েছিলেন এই ফরোয়ার্ড। তবে তার লিভারপুল অধ্যায় শেষ হচ্ছে না। গত কয়েক মাসের জল্পনা কাটিয়ে অলরেডদের সঙ্গে নতুন করে চুক্তি করেছেন সালাহ। 

আগামী ২ বছর অর্থাৎ ২০২৭ সাল পর্যন্ত লিভারপুলেই থাকছেন সালাহ। আজ শুক্রবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগের ক্লাবটি। এর আগে ২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন এই মিসরীয় স্ট্রাইকার। 

লিভারপুলের অফিসিয়াল ওয়েবসাইটে চুক্তির পর সালাহ বলেন, ‘অবশ্যই আমি খুব উত্তেজিত। আমাদের দলটি এখন দারুণ। আগেও আমাদের দলটি দুর্দান্ত ছিল। তবে আমি চুক্তি করেছি কারণ, আমার মনে হয় আমাদের আরও কিছু ট্রফি জয়ের সুযোগ আছে, আছে আমার ফুটবল উপভোগের সুযোগ।’

সালাহ আরও বলেন, ‘এটা দারুণ, আমার সেরা বছরগুলো এখানে কেটেছে। আমি ৮ বছর খেলেছি, আশা করছি সেটা ১০ হবে। আমার জীবন উপভোগ করছি, আমার ফুটবল উপভোগ করছি। আমার ক্যারিয়ারের সেরা বছরগুলো (এখানে) ছিল। আমি (লিভারপুল) সমর্থকদের বলতে চাই, আমি এখানে খুব খুব সুখী। আমি চুক্তি করেছি কারণ আমি বিশ্বাস করি, একসঙ্গে আরও অনেক ট্রফি জিততে পারি আমরা। আমাদের সমর্থন দিতে থাকুন এবং আমরা আমাদের সেরাটা দেব।’

রোমা থেকে যোগ দেওয়ার পর অলরেডদের হয়ে ৩৯৪ ম্যাচ খেলে ২৪৩ গোল করেছেন সালাহ। এই সময়ে অসংখ্য রেকর্ড ভেঙেছেন ৩২ বছর বয়সী এই স্ট্রাইকার। লিভারপুলকে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপ, লিগ কাপ, উয়েফা সুপার কাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপ জিতিয়েছেন তিনি।