দ. আফ্রিকার ক্রিকেটারকে শাস্তি দিলো পাকিস্তান বোর্ড
চলতি বছরের জানুয়ারিতে হওয়া ড্রাফটে দক্ষিণ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার করবিন বশকে দলে টানে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পেশোয়ার জালমি। পরে গত ৮ মার্চ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল মুম্বাই ইন্ডিয়ানস জানায়, চোটে পড়া আরেক প্রোটিয়া পেসার লিজার্ড উইলিয়ামসের পরিবর্তে বশকে দলে নিয়েছে তারা। বিপত্তিটা সেখানেই শুরু।
এবারই প্রথম সাংঘর্ষিক হয়েছে আইপিএল ও পিএসএলের সূচি। ২২ মার্চ শুরু হয়ে আইপিএল শেষ হবে ২৫ মে। পিএসএল শুরু হবে ১১ এপ্রিল, শেষ হবে ১৮ মে। ফলে যেকোনো একটি টুর্নামেন্টে খেলতে হবে। বশ বেছে নিয়েছিলেন আইপিএলকে। এ কারণে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
প্রথমে আইনি নোটিশ পাঠানোর পর এবার পিএসএলে বশকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে পিসিবি। এছাড়া আর্থিক জরিমানাও করা হয়েছে তাকে। যদিও দুই পক্ষের মধ্যে স্বাক্ষরিত একটি ‘প্রকাশ করা যাবে না’ এমন চুক্তির আওতায় জরিমানার পরিমাণ প্রকাশ করা হয়নি।
পিসিবি বিবৃতিতে জানিয়েছে, ‘অলরাউন্ডারকে (বশ) এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে এবং আগামী বছরের পিএসএলে সে অংশগ্রহণ করতে পারবে না।’
অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির জন্য নিজের সম্পূর্ণ দায় স্বীকার করে নিয়েছেন বশও, ‘এইচবিএল পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্তের জন্য আমি গভীরভাবে দুঃখিত এবং পাকিস্তানের জনগণ, পেশোয়ার জালমির ভক্ত এবং বড় একটি ক্রিকেট গোষ্ঠীর কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।’
নিষেধাজ্ঞা এবং আর্থিক জরিমানা মেনে নিয়ে বশ জানালেন, অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পিএসএলে আবারও ফিরবেন তিনি, ‘পিএসএল একটি মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট এবং আমার কর্মকাণ্ডের ফলে যে হতাশা তৈরি হয়েছে তা আমি পুরোপুরি বুঝতে পারি। পেশোয়ার জালমির ভক্তদের বলছি, আপনাদের হতাশ করার জন্য আমি সত্যিই দুঃখিত। আমি আমার কর্মকাণ্ডের সম্পূর্ণ দায় নিচ্ছি এবং জরিমানা ও পিএসএল থেকে এক বছরের নিষেধাজ্ঞা মাথা পেতে নিচ্ছি। এটি একটি কঠিন শিক্ষা। তবে আমি এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতে নিষ্ঠা এবং ভক্তদের আস্থা নিয়েই পিএসএলে ফেরার আশা করছি।’