ওনানার কারণে জয় পেল না ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক
১১ এপ্রিল ২০২৫, ১১:৩৬
শেয়ার :
ওনানার কারণে জয় পেল না ইউনাইটেড

ভুলে যাওয়ার মতো এক রাত পার করলেন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলকিপার আন্দ্রে ওনানা। একটি নয়, সহজ দুইটি গোল আটকাতে পারেননি তিনি। যার খেসারত দিলে হলো ইউনাইটেডকে। ইউরোপা লিগের প্রথম লেগে জিততে যাওয়া ম্যাচও লিওঁর সঙ্গে ২-২ গোলে ড্র করে ফিরতে হয়েছে রেড ডেভিলদের। 

ম্যাচে প্রথমে এগিয়ে যায় লিওঁ, সেটি ওনানার ভুলে। ২৫তম মিনিটে ফ্রি-কিকে গোল আদায় করেন থিয়াগো আলমাদা। তবে এমন ফ্রি-কিক ইউরোপের শীর্ষ দলটির গোলকিপারের ঠেকাতে না পারা অবিশ্বাস্যই বটে। হাতের কাছে থাকা বলটিই জড়িয়ে যায় জালে। 

পিছিয়ে পড়ার পর ইউনাইটেড ম্যাচে ফেরে প্রথমার্ধেই। যোগ করা সময়ে লেনি ইউরো গোল দিয়ে ১-১ সমতা আনেন। এরপর এগিয়েও যায় দলটি। ম্যাচের ৮৮ মিনিটে জশুয়া জিরকিজি গোল দিয়ে জয়ের স্বপ্ন উজ্জ্বল হয় রুবেন আমোরিমের শিষ্যদের। তবে ম্যাচের অন্তিম মুহূর্তে আবারও সেই ওনানার ভুল। 

যোগ করা সময়ে বক্সের ভেতর গিওর্গে মিকাউতাদজের নেওয়া প্রথম শটটি নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন ওনানা। তার হাস ফসকে যাওয়ায় ফিরতি শটে বল জালে জড়ান লিওঁর রায়ান চেরকি। তাতে ড্রয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে একসময়ের প্রতাপশালী ইউনাইটেডকে। 

দুর্ভাগ্যজনকভাবে ড্র করলেও ওনানার ওপর বিশ্বাস রাখার কথা বলেছেন ইউনাইটেড কোচ হুবেন আমোরিম। যদিও ক্লাবটির সমর্থকদের তোপের মুখে পড়েছেন এই গোলকিপার। আগামী ১৭ এপ্রিল ইউনাইটেডের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল। সেই ম্যাচে প্রায়শ্চিত্ত করার সুযোগ থাকবে ওনানার সামনে।