অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন সরফরাজ

স্পোর্টস ডেস্ক
১০ এপ্রিল ২০২৫, ১৮:৪৪
শেয়ার :
অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন সরফরাজ

বেশ কিছুদিন ধরেই বাতাসে ভেসে বেড়াচ্ছিল পেশাদার ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফিজয়ী অধিনায়ক সরফরাজ আহমেদ। তবে অবসরের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন এই উইকেটকিপার ব্যাটার। 

স্থানীয় ক্রীড়া সংবাদমাধ্যমের সঙ্গে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সরফরাজ দৃঢ়ভাবে বলেছেন, তিনি তার অবসরের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। ব্যক্তিগতভাবে সঠিক সময় যখন অনুভব করবেন তখনই তিনি এই পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন ২০২৩ সালে পাকিস্তানের জার্সিতে সবশেষ খেলা এই ক্রিকেটার। 

সরফরাজ বলেন, ‘আমি এখনও অবসর ঘোষণা করিনি। যখন কেউ সারা জীবন ক্রিকেট খেলে, তখন খেলা থেকে দূরে থাকা স্পষ্টতই কষ্টদায়ক। এমন সময় আসে যখন প্রতিটি খেলোয়াড়কে সরে যেতে হয়, কিন্তু আমি যে ম্যাচই পাই তার সর্বোচ্চটা কাজে লাগানোর চেষ্টা করি।

পিএসএলের এবারের আসরে প্রথমে উপেক্ষিত থাকলেও পেশাদার ক্রিকেট ছাড়ার সিদ্ধান্তে আসেননি সরফরাজ। অবসর নিয়ে তার মন্তব্য, ‘যখন আমি অনুভব করব যে মুহূর্তটি এসে গেছে, আমি নিজেই বলব, ‘‘হ্যাঁ, আমার ক্রিকেট এখন শেষ।’’’