‘কথার চেয়ে কাজ বেশি করা’ প্রিয়াংশকে নিয়ে গর্বিত প্রীতি
আইপিএলে দুর্দান্ত এক সেঞ্চুরি করে আলোচনার কেন্দ্রে এখন পাঞ্জাব কিংসের ওপেনার প্রিয়াংশ আরিয়া। গত মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে একাই বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন তিনি। ৪২ বলে খেলেছেন ১০৩ রানের ঝোড়ো ইনিংস। এমন পারফরম্যান্সের পর তাকে নিয়ে উচ্ছ্বসিত পাঞ্জাব মালিক প্রীতি জিনতা। প্রিয়াংশ কথার চেয়ে বেশি কাজ করেন বলে জানালেন তিনি।
টুইটারে দেওয়া এক পোস্টে প্রীতি বলেন, ‘গত রাতটা ছিল অসাধারণ। আমরা এক বিস্ফোরক ক্রিকেট ম্যাচ দেখেছি, এক কিংবদন্তির গর্জন এবং এক উজ্জ্বল নক্ষত্রের জন্ম দেখেছি! কয়েকদিন আগে আমাদের আরও কিছু তরুণ খেলোয়াড়সহ ২৪ বছর বয়সী প্রিয়াংশ আরিয়ার সঙ্গেও দেখা হয়েছিল। সে শান্ত, লাজুক এবং বিনয়ী ছিল এবং সারা সন্ধ্যায় একটা কথাও বলেনি।’
প্রীতি যোগ করেন, ‘গত রাতে মুল্যানপুর ক্রিকেট স্টেডিয়ামে পাঞ্জাব বনাম চেন্নাইয়েল খেলার সময় তার সঙ্গে আবার দেখা হয়েছিল। এবার তার প্রতিভার জোর দেখিয়েছে সে এবং তার আক্রমণাত্মক ব্যাটিং স্টাইল কেবল আমাকেই নয়, পুরো ভারতকে অবাক করে দিয়েছে। কারণ ৪২ বলে ১০৩ রানের ইনিংস খেলে সে রেকর্ড বইয়ে নিজের নাম লিখিয়েছে। তোমার জন্য আমি গর্বিত, প্রিয়াংশ আরিয়া। কথার চেয়ে কাজ বেশি কীভাবে করা যায় তার এক উজ্জ্বল উদাহরণ তুমি। হাসিমুখে ও উজ্জ্বলতা ছড়িয়ে দিতে থাকো, শুধু আমাকে নয়, খেলা দেখতে আসা সকলকে বিনোদন দেওয়ার জন্য ধন্যবাদ।’
আইপিএলে এখনো পর্যন্ত ৪ ম্যাচ খেলে ১৫৮ রান করেছেন প্রিয়াংশ। দুই শ’র ওপর স্ট্রাইকরেট রেখে এই রান করেছেন তিনি।