ডিপিএলে ‘স্টাম্পিং আউট’ নিয়ে তোলপাড়
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) দেখা দিয়েছে ফিক্সিংয়ের ছায়া। আজ বুধবার ডিপিএলের একটি ম্যাচে প্রশ্নবিদ্ধ দুটি স্টাম্পিং আউট নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা।
আজ মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গুলশান ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয় তলানির দল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ম্যাচে প্রথমে ব্যাট করা গুলশান ক্রিকেট ক্লাব মাত্র ১৭৮ রান করেও জয় পায় ৫ রানে। ম্যাচের ৩৬তম ওভারে ও ৪৪তম ওভারে ঘটে আলোচিত সেই দুই স্টাম্পিং আউটের ঘটনা।
৩৬তম ওভারে নিহাদ উজ জামানের বল ক্রিজ ছেড়ে অনেকটা বেরিয়ে খেলার চেষ্টা করেন শাইনপুকুরের রহিম আহমেদ। বল অনেক বাইরে থাকলেও তিনি বলের কাছেও যাওয়ার চেষ্টা করেননি। বলের নাগাল না পেয়েও ডিফেন্সের ভঙ্গি করেন তিনি। ক্রিজে ফেরার কোনো তাড়না না দেখিয়ে সিং রুমের দিকে হাঁটা ধরেন শাইনপুকুরের ব্যাটার রহিম। তখনো দল ২ উইকেট হাতে রেখে জয়ের থেকে ৩৬ রান দূরে।
পরের আউটটি আরও দৃষ্টিকটূ। শরিফুল ইসলামের (২২*) দারুণ ইনিংসের ওপর ভর করে জয়ের দিকে এগিয়ে যাচ্ছিল শাইনপুকুর। ইনিংসের ৪৪তম ওভারে বল হাতে তুলে নেন নাঈম ইসলাম। স্ট্রাইকে ছিলেন শাইনপুকুরের ব্যাটার মিনহাজুল আবেদিন সাব্বির।
ওভারের প্রথম বলটি অফ স্টাম্পের অনেক বাইরে বল করেন নাঈম। ক্রিজ ছেড়ে বেরিয়ে বলের কাছে যাওয়া বা শট খেলার কোনো চেষ্টাই করেননি সাব্বির। না খেলেই ক্রিজের বাইরে গিয়ে হাঁটু গেড়ে বসে বল ছেড়ে দেন তিনি। বল চলে যায় গুলশানের উইকেটকিপার আলিফ হাসান ইমনের গ্লাভসে।
প্রথম দফায় স্টাম্পিং করতে পারেননি ইমন। তখনো ক্রিজে ঢোকায় অনেক সময় ছিল সাব্বিরের সামনে। তবে কোনো চেষ্টাই দেখা যায়নি সাব্বিরের তরফ থেকে। সবকিছু কাছে থেকে দেখলেও ক্রিজের একটু বাইরে ব্যাট রাখেন তিনি। পরে দ্বিতীয় দফায় তাকে স্টাম্পিং করেন আলিফ। ৫ রানের জয় পায় গুলশান।
সামাজিক যোগাযোগমাধ্যমে সেই আউটের ভিডিও রীতিমতো ভাইরাল। সবাই তুমুল সমালোচনা করছেন ব্যাটারের। অভিজ্ঞ ব্যাটার শামসুর রহমান তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন,‘সিরিয়াসলি শেইম…!’ ওই আউটের সময় ধারাভাষ্যকারের বলেছেন, ‘শকিং! এর আগে আমি কখনও এমন কিছু দেখিনি।’