লিটন-রিশাদদের যেভাবে বরণ করল পিএসএল

স্পোর্টস ডেস্ক
০৯ এপ্রিল ২০২৫, ১৮:৩৮
শেয়ার :
লিটন-রিশাদদের যেভাবে বরণ করল পিএসএল

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর খেলতে পাকিস্তানে পৌঁছেছেন দুই বাংলাদেশি ক্রিকেটার লিটন দাস ও রিশাদ হোসেন। সেখানে পৌঁছে দারুণ অভ্যর্থনা পেয়েছেন এই দুই ক্রিকেটার। আসরে করাচি কিংসের হয়ে খেলবেন উইকেটকিপার ব্যাটার লিটন। আর লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন লেগ স্পিনার রিশাদ। 

লিটনকে উত্তরীয় পরিয়ে অভ্যর্থনা জানিয়েছে করাচি। দলটির কর্তৃপক্ষ দ্বারা তাকে উত্তরীয় পরানোর একটি রিলসও নিজেদের পেজে শেয়ার করেছে করাচি। সেখানে ক্যাপশনে লেখা হয়েছে, ‘দেখুন, কে এসেছে। কিংস স্কোয়াডে যোগ দিয়েছেন লিটন...দলে উষ্ণতা যোগ করতে।’

যদিও করাচির স্কোয়াডে সুযোগ পাওয়া লিটনের জন্য বেশ কঠিনই হবে। কারণ তাকে দলে নেওয়া হয়েছে নিউজিল্যান্ডের উইকেটকিপার ব্যাটার টিম সেইফার্টের ব্যাক-আপ ক্রিকেটার হিসেবে। পরে লিটন ও সেইফার্টের ছবি দিয়েও একটি পোস্ট শেয়ার করেছে করাচি।

লিটনের তুলনায় বেশি উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন রিশাদ। টিম হোটেলে রিশাদের রুম টোকা দিয়ে তাকে স্বাগত জানান দলটির অধিনায়ক শাহিন আফ্রিদি ও জিম্বাবুইয়ান ক্রিকেটার সিকান্দার রাজা। ছিলেন দলের মালিকও। সময় খোশগল্পে মেতে ওঠেন তারা। সেই ভিডিও নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেছে লাহোর। 

প্রথমেই সালাম দিয়ে রিশাদের সঙ্গে কুশল বিনিময় করা হয়। প্রথমেই রাজা রিশাদকে বাংলায় বলেন, ‘কেমন আছো? ভালো?’ পরে রাজাকে আরও বলতে শোনা যায়, ‘তুমি আমার বন্ধু হবে? হবে না? শাহিন ভাইয়ের বন্ধু হবে?’ শাহিনও বাংলা আর উর্দূ মিলিয়ে কথা বলেছেন। প্রথমে বললেন, ‘আমি তোমাকে ভালোবাসি।’ পরে ‘এদিকে আসো, এদিকে আসো’ বলেও নিয়ে গেলেন লাহোর মালিকের সামনে। 

আগামী শুক্রবার শুরু হচ্ছে পিএসএলের দশম আসর। উদ্বোধনী ম্যাচেই রিশাদের লাহোরের মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেড। লিটনের করাচি মুলতান সুলতানসের বিপক্ষে লড়বে তার পরদিন।