ম্যাক্সওয়েলকে শাস্তি দিলো আইপিএল

স্পোর্টস ডেস্ক
০৯ এপ্রিল ২০২৫, ১৮:০০
শেয়ার :
ম্যাক্সওয়েলকে শাস্তি দিলো আইপিএল

ক্রিকেটবিশ্বে মারকুটে ব্যাটার হিসেবে গ্লেন ম্যাক্সওয়েলের যথেষ্ট নামডাক আছে। তবে আইপিএলে সবশেষ বেশ কয়েকটি মৌসুমে যেন অচেনা হয়ে যান তিনি। তারপরও নামের জোড়ে পেয়ে যান দল। এবার তাকে কিনেছে প্রথম শিরোপার খোঁজে থাকা পাঞ্জাব কিংস। তবে এবারের আসরেও ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারছেন না অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার। 

চেন্নাই সুপার কিংসকে হারিয়ে গতকাল মঙ্গলবার রাতে আইপিএলের পয়েন্ট টেবিলের সেরা চারে উঠে এসেছে পাঞ্জাব। ৪ ম্যাচের তিনটিতেই জিতেছে শ্রেয়াস আইয়ারের দল। যদিও গতকালও হাসেনি ম্যাক্সওয়েলের ব্যাট। ৬ নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ২ বল খেলেই রবিচন্দ্রন অশ্বিনের বলে ‘কট এন্ড বল’ হয়ে ফিরতে হয়েছে প্যাভিলিয়নে। 

ধারাবাহিক এমন খারাপ পারফরম্যান্সের প্রভাব পড়েছে ম্যাক্সওয়েলের আচরণেও। আউট হয়ে ফেরার সময় ডাগআউটের কাছে গিয়ে একটি চেয়ারে লাথি মারেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার। তার এমন আচরণ ভালোভাবে নেয়নি আইপিএলের গভর্নিং কাউন্সিল। শাস্তি পেয়েছেন ম্যাক্সওয়েল। 

এক বিবৃতিতে আইপিএল জানিয়েছে, ম্যাক্সওয়েল ২.২ ধারার অধীনে লেবেল ১ অপরাধ করেছেন। তিনি তার অপরাধ স্বীকার করে নিয়েছেন। তাই তাকে শাস্তি দেওয়া হয়েছে। ম্যাক্সওয়েলের ম্যাচ ফি’র ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। পাশাপাশি তাঁকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। পরবর্তীতে আবার কোনো অপরাধ করলে আরও বড় শাস্তি পেতে পারেন তিনি।

চলতি মৌসুমে পাঞ্জাবের ৪টি ম্যাচের সবকয়টিতেই ছিলেন ম্যাক্সওয়েল। সেখানে মাত্র ৩১ রান আসে তার ব্যাট থেকে। ৪ ম্যাচে বর্তমানে ৬ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছে পাঞ্জাব। তাদের ওপরে দিল্লি ক্যাপিটালস, গুজরাট টাইটানস ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 

শৃঙ্খলা নিয়ে আইপিএল এবার বেশ কঠোর। বেশ কঠোর নজর রাখছে ভারতীয় বোর্ড। মন্থর বোলিং করায় এরই মধ্যে হার্দিক পান্ডিয়া, রিশাভ পান্ত ও রজত পতিদারকে জরিমানা করা হয়েছে। শৃঙ্খলা ভাঙায় শাস্তি পেয়েছেন লক্ষ্ণৌয়ের দিগবেশ রাঠি ও গুজরাটের ইশান্ত শর্মাও।