শ্বশুর সাকলাইনের প্রভাব উড়িয়ে কষ্টের কথা বললেন শাদাব

স্পোর্টস ডেস্ক
০৯ এপ্রিল ২০২৫, ১৫:৪৪
শেয়ার :
শ্বশুর সাকলাইনের প্রভাব উড়িয়ে কষ্টের কথা বললেন শাদাব

দীর্ঘদিন পর সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেই সুযোগ পান শাদাব খান। তাকে করা হয় এই সংস্করণের সহঅধিনায়কও। যদিও এতে অনেকে দেখছেন শাদাবের শ্বশুর ও বর্তমানে পাকিস্তান দলের মেন্টর সাকলাইন মুশতাকের প্রভাব। তবে এটি উড়িয়ে দিয়েছেন শাদাব। 

দুই বছর আগে পাকিস্তানের স্পিন কিংবদন্তি সাকলাইনের মেয়েকে বিয়ে করেন শাদাব। তার অনেক আগে থেকেই পাকিস্তান দলে নিয়মিত ছিলেন তিনি। সেটির ওপর জোর দিয়ে এই লেগ স্পিনার বলেন, ‘আমি জাতীয় দলের হয়ে গত ৬-৭ বছর ধরেই খেলছি। সেই সময়ে আমার কিছু ভালো পারফরম্যান্সও ছিল। আমি দুই বছর আগে বিয়ে করি। কিন্তু বারবার যখন সাকলাইন মুশতাকের সঙ্গে সম্পর্কের বিষয়টি আনা হয়, তখন বিষয়টি কষ্ট দেয়।’

শাদাবের কষ্টের কথা সবচেয়ে ভালো যাদের বোঝার কথা, সেই সিনিয়র ক্রিকেটাররাও যখন বিষয়টি নিয়ে খোঁচা মারেন, তখন শাদাবের দুঃখ বেড়ে যায় আরও। এই অলরাউন্ডার বলেন, ‘এটা অত্যন্ত কষ্টদায়ক যখন সাবেক ক্রিকেটাররাও এমন বলে, কারণ ক্রিকেটাররা কিসের মধ্য দিয়ে যায় সেটা তারা জানেন।’

যদিও নিজের বোলিংয়ে উন্নতি আনার ক্ষেত্রে শ্বশুরের অবদান কৃতজ্ঞচিত্তেই স্বরণ করলেন শাদাব, ‘আমার বোলিংয়ে উন্নতির জন্য সাকলাইন মুশতাক আমার সঙ্গে কাজ করছে। আমি আশাবাদী তার নির্দেশনায় ভালো ফলাফল আসবে এবং আমার পারফরম্যান্সেও ধারাবাহিকতা থাকবে।’