ডর্টমুন্ড পরীক্ষায় নামবে বার্সা

স্পোর্টস ডেস্ক
০৯ এপ্রিল ২০২৫, ১১:৫৩
শেয়ার :
ডর্টমুন্ড পরীক্ষায় নামবে বার্সা

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ আটের লড়াইয়ের প্রথম লেগে আজ মুখোমুখি হতে যাচ্ছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ও জার্মানির বরুশিয়া ডর্টমুন্ড। একই রাতে অপর আরেক কোয়ার্টার ফাইনালে খেলবে ফ্রান্সের পিএসজি আর ইংল্যান্ডের অ্যাস্টন ভিলা। এবারের প্রতিযোগিতায় দুর্দান্ত খেলছে কোচ হান্সি ফ্লিকের বার্সা। তবে প্রতিপক্ষ দলটি যে গতবারের রানার্সআপ ডর্টমুন্ড। সেই কারণেই ফ্লিক মনে করেন, ম্যাচটি তাদের জন্য পরীক্ষার মতোই। তাই ম্যাচ নিয়ে সাবধানী এ কোচ।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মলেনে, চলতি বছরে অপরাজিত থাকার উচ্ছ্বাসে ভেসে না যাওয়ার কথা বললেন দলটির প্রধান কোচ ফ্লিক।

ফ্লিক বলেন, ‘আমরা স্বপ্ন দেখতে পারি, তবে খেলোয়াড় ও কোচদের অবশ্যই পা মাটিতে রাখতে হবে। আমরা কি অর্জন করেছি, সেটা আমাদের দেখতে হবে। কঠোর পরিশ্রমের ভিত্তিতে অবশ্যই এগুলো শেষ নয়। এগিয়ে যেতে হলে প্রতিটি বাধা আমাদের অতিক্রম করে যেতে হবে।’

নতুন আঙ্গিকের চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে ডর্টমুন্ডের সঙ্গে দেখা হয়েছিল বার্সেলোনার। দুবার সমতা ফেরালেও তারা শেষ পর্যন্ত জিতেছিল ৩-২ গোলে। এবার আরেকটি জয়ে চোখ ফ্লিকের। তিনি আরও বলেন, ‘চলতি বছর আমরা কোনো ম্যাচ না হেরে এগিয়ে যেতে চাই। তবে ভীষণ শক্তিশালী একটি দলের বিপক্ষে আমাদের সেরা খেলাটা খেলতে হবে।’

লা লিগায় চূড়ায় রয়েছে বার্সেলোনা। চলতি মাসের শেষের দিকে কোপা দেল রের ফাইনালে খেলবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। সে তুলনায় ঘরোয়া ফুটবলে ভালো অবস্থায় নেই ডর্টমুন্ড।