ম্যানচেস্টার ডার্বিতে গ্রিলিশকে চড় মেরেছেন এক তরুণ

স্পোর্টস ডেস্ক
০৯ এপ্রিল ২০২৫, ০৯:১৬
শেয়ার :
ম্যানচেস্টার ডার্বিতে গ্রিলিশকে চড় মেরেছেন এক তরুণ

অপ্রীতিকর এক ঘটনার শিকার হয়েছেন জ্যাক গ্রিলিশ। ব্রিটিশ গণমাধ্যমের খবর, এক তরুণের বিরুদ্ধে ম্যানচেস্টার ডার্বিতে সিটির এই উইঙ্গারকে চড় মারার অভিযোগ আনা হয়েছে।

গত রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লিগে গোলশূন্য ড্র হওয়া ম্যাচে ঘটে এই কাণ্ড। যেখানে ২০ বছর বয়সী ওই তরুণের বিরুদ্ধে অভিযোগ আনার কথা মঙ্গলবার নিশ্চিত করেছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ।

পুলিশ জানিয়েছে, আগামী ১৪ জুলাই অভিযুক্ত ওই তরুণকে ম্যানচেস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

তবে বিষয়টি নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা সিটির পক্ষ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।