ফিলিস্তিনে হামলার প্রতিবাদে শাহরাস্তি প্রেসক্লাবের মৌন মিছিল

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৫, ১৫:৩৪
শেয়ার :
ফিলিস্তিনে হামলার প্রতিবাদে শাহরাস্তি প্রেসক্লাবের মৌন মিছিল

ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্ব ও গণহত্যার প্রতিবাদে মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেছে চাঁদপুরের শাহরাস্তি প্রেসক্লাব।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় এ কর্মসূচি পালিত হয়েছে।

মিছিলটি উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর ঠাকুর বাজারে গিয়ে সমাপ্ত হয়।

মৌন মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল, সিনিয়র সহ-সভাপতি সজল পাল, সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান সেন্টু, সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন ও কার্যনির্বাহী সদস্য ফয়েজ আহমেদ।

এছাড়া উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক মো. মহিউদ্দিন, অর্থ সম্পাদক মো. জামাল হোসেন, সদস্য মো. জসীম উদ্দিন, মো. হাসানুজ্জামান, রফিকুল ইসলাম পাটোয়ারী, ফয়সাল আহমেদ, হাসান আহমেদ বাবলু, আবু মুছা আল শিহাব, মাহমুদুল হাসান, মোসাদ্দেক হোসেন জুয়েল, সিদ্দিকুর রহমান নয়ন, মোঃ জাহাঙ্গীর আলম, রকি চন্দ্র সাহা, সাংবাদিক আক্তার হোসেন শিহাব, সাইফুদ্দিন প্রমুখ।