রোনালদোর হোটেলে আগুন
ক্রিস্টিয়ানো রোনালদো নিজেকের ফুটবলের বাইরেও বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত করেছেন। বিশেষ করে তার ব্যবসায়ী পরিচয় অনেকেরই জানা। যেখানে নানা ধরনের ব্যবসার মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে রোনালদোর হোটেল ব্যবসাও আছে।
এই হোটেল ব্যবসা নিয়ে রোনালদো বহুবার সংবাদের শিরোনাম হয়েছে। এবার আরও একবার হোটেল ব্যবসার কারণে খবরে এলেন। তবে কারণটা একেবারে ভিন্ন। কেননা রোনালদো শিরোনামে এসেছেন মূলত তার মালিকানাধীন হোটেলে আগুন লাগায়।
পর্তুগিজ সংবাদপত্র আ বোলা গত শনিবার মরক্কোর মারাকেশে রোনালদোর হোটেল ‘পেস্তানা সিআর সেভেন’-এ আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছে। তবে অগ্নিনির্বাপণ দল জরুরি ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে বলেও জানিয়েছে তারা।
মরক্কো ওয়ার্ল্ড নিউজ জানিয়েছে, আগুন লাগার ঘটনাটি খুব বেশি বড় ছিল না। পাশাপাশি হোটেলের কর্মকর্তা-কর্মচারী এবং ইমার্জেন্সি দলও বেশ ত্বরিত প্রতিক্রিয়া দেখিয়েছে। যেকারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা গেছে এবং অন্য জায়গাগুলোতে ছড়িয়ে পড়াও থামানো গেছে। তা ছাড়া এই আগুন দুর্ঘটনায় শারীরিকভাবে কেউ ক্ষতিগ্রস্তও হয়নি।
এর আগে ২০১৯ সালে মারাকেশে রোনালদোর মালিকানাধীন বিলাসবহুল এই হোটেলটি চালু করা হয়। দুটি রেস্টুরেন্ট, একটি জিম, স্পা এবং সুইমিং পুলসহ এই হোটেলে সব মিলিয়ে কক্ষ সংখ্যা ১৬৮টি। তবে পেস্তানা সিআর সেভেন ব্র্যান্ডের এটিই একমাত্র হোটেল নয়। লিসবন এবং মাদেইরাসহ বিশ্বের আরও কিছু জায়গা এই হোটেলের শাখা আছে বলে জানা গেছে।