ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনা

আমাদের সময় ডেস্ক
০৮ এপ্রিল ২০২৫, ০০:০০
শেয়ার :
ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনা

ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আইওয়ার একদল গবেষক। তারা ডিএনএ মেরামতের একটি গুরুত্বপূর্ণ প্রোটিন, ‘আরএডি ৫২’-এ অপ্রত্যাশিত এক গঠন খুঁজে পেয়েছেন, যা ক্যানসার কোষকে বাঁচিয়ে রাখতে ভূমিকা রাখে। নেচার জার্নালে প্রকাশিত এই গবেষণায় দেখা গেছে, নতুন এই গঠনের ভিত্তিতে আরএডি ৫২ প্রোটিনকে লক্ষ্য করে নতুন ধরনের ওষুধ তৈরি করা সম্ভব হতে পারে। ইউনিভার্সিটি অব আইওয়ার কারভার কলেজ অব মেডিসিনের অধ্যাপক মারিয়া স্পাইস এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন।

মারিয়া স্পাইস জানান, আরএডি ৫২ প্রোটিনটি মানুষের স্বাভাবিক কোষের জন্য অপরিহার্য না হলেও কিছু নির্দিষ্ট ধরনের ক্যানসার কোষে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ কোষে ডিএনএ মেরামত করার জন্য একাধিক সিস্টেম থাকে, তবে ক্যানসার কোষে বিআরসিএ-১ বা বিআরসিএ-২ জিনের ত্রুটি থাকলে এগুলো ডিএনএ মেরামত করতে ব্যর্থ হয়। এই ধরনের বৈশিষ্ট্য স্তন, ডিম্বাশয় এবং কিছু ক্ষেত্রে প্রোস্টেট ও মস্তিষ্কের ক্যানসারে দেখা যায়।

যখন স্বাভাবিক ডিএনএ মেরামত ব্যবস্থা ভেঙে যায়, তখন বিআরসিএ-সংশ্লিষ্ট ক্যানসার কোষগুলো আরএডি ৫২-এ নির্ভর করে টিকে থাকে। গবেষকরা বলেছেন, আরএডি ৫২-কে বাধা দিলে ক্যানসার কোষগুলো তাদের ক্ষতিগ্রস্ত ডিএনএ ঠিক করতে পারবে না এবং ধ্বংস হয়ে যাবে। এইভাবে আরএডি ৫২ ক্যানসারের নতুন ওষুধ তৈরির জন্য শক্তিশালী হাতিয়ার হতে পারে।

আরএডি ৫২ প্রোটিনের গঠন বোঝার জন্য গবেষকরা উন্নত প্রযুক্তি ক্রায়োইএম (ক্রায়োইলেকট্রন মাইক্রোস্কোপ) ব্যবহার করেছেন, যা অত্যন্ত স্পষ্ট এবং বিস্তারিত ৩ডি ছবি তৈরি করে। এর মাধ্যমে তারা প্রোটিনের গঠন সঠিকভাবে পর্যবেক্ষণ করেছেন। এ ছাড়া, গবেষকরা উচ্চক্ষমতাসম্পন্ন মাইক্রোস্কোপ ব্যবহার করে দেখেছেন, আরএডি ৫২ ক্রমাগত নড়াচড়া করে এবং ডিএনএ ফর্ককে সুরক্ষিত রাখার জন্য অবস্থান পরিবর্তন করে। এই আচরণ ক্যানসারের বেঁচে থাকার মূল চাবিকাঠি হতে পারে। গবেষণার ফলাফল ইঙ্গিত দিচ্ছে, ভবিষ্যতে আরএডি ৫২ প্রোটিনের নির্দিষ্ট অংশগুলোকে লক্ষ্য করে নতুন ধরনের ওষুধ তৈরি করা সম্ভব হবে।