ঐকমত্য প্রতিষ্ঠা করাই আমাদের প্রচেষ্টা
আলী রীয়াজ, সহ-সভাপতি, জাতীয় ঐকমত্য কমিশন
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, সবার অংশগ্রহণের মধ্য দিয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করাই আমাদের প্রচেষ্টা। যাতে সংস্কার কার্যক্রম বাস্তবায়নের দিকে মনোনিবেশ করতে পারি। গতকাল সোমবার রাজধানীর সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এবি পার্টির
আলোচনার শুরুতে তিনি এসব কথা বলেন। আলোচনায় আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করে। রাজনৈতিক দলের পাশাপাশি সংস্কার বিষয়ে কীভাবে সাধারণ নাগরিকদের অংশগ্রহণের পথ উন্মুক্ত করা যায়, তা নিশ্চিত করতে হবে। কমিশন হতে ওয়েবসাইটের মাধ্যমে জনগণের মতামত গ্রহণের ব্যবস্থা হচ্ছে। এ ছাড়া সর্বস্তরের মানুষের মতামত নিশ্চিত করতে জরিপ কার্যক্রমও বিবেচনা করা হচ্ছে। শিগগিরই আপনাদের সুনির্দিষ্টভাবে এ ব্যাপারে জানানো হবে।
আরও পড়ুন:
একে আবদুল মোমেন, পররাষ্ট্রমন্ত্রী
ঈদুল ফিতরের ছুটির পর সোমবার থেকে আবার সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল এ আলোচনায় অংশগ্রহণ করে।
এর আগে সকালে সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজের কাছে গণতান্ত্রিক বাম ঐক্যের শরিক দলের হয়ে সংস্কার প্রস্তাব সম্পর্কিত নিজেদের মতামত জমা দেয় বাংলাদেশ সাম্যবাদী দল, প্রগতিশীল গণতান্ত্রিক দল, সমাজতান্ত্রিক মজদুর পার্টি ও সোস্যাল ডেমোক্রেটিক পার্টি।