ব্রুকই হলেন ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
০৭ এপ্রিল ২০২৫, ১৮:১৬
শেয়ার :
ব্রুকই হলেন ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক

গুঞ্জনটা অনেক দিন ধরেই ছিল। অবশেষে হ্যারি ব্রুককেই ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। জস বাটলারের স্থলাভিষিক্ত হলেন ২৬ বছর বয়সী এই ব্যাটার।

কিছুদিন আগেই আইপিএলে দল পেয়েও নিজেকে সরিয়ে নিয়েছিলেন ব্রুক। আন্তর্জাতিক সূচিতে কোনো খেলা না থাকলেও নিজেকে আইপিএলে রাখেননি এই ইংলিশ ব্যাটার। এরপরেই ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে নিষিদ্ধ করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় এই মঞ্চে।

ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে জস বাটলারের রেখে যাওয়া দায়িত্ব এখন থেকে পালন করবেন তরুণ এই টপঅর্ডার ব্যাটার। তবে এই পদে আসার জন্য হ্যারি ব্রুককে কাঠখড়ও পোড়াতে হয়েছিল। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক রব কি যেমন বেন স্টোকসকে অধিনায়কের পদে দেখতে চেয়েছিলেন।

তার মন্তব্য ছিল, স্টোকসকে অধিনায়ক করা না হলে সেটা বোকামি হবে। এই তালিকায় আরও ছিলেন লিয়াম লিভিংস্টোন। স্যাম বিলিংসও নিজেকে দেখতে চেয়েছিলেন অধিনায়কের পদে।

এর আগে ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে অনূর্ধব-১৯ বিশ্বকাপে অধিনায়ক ছিলেন ব্রুক। দ্য হান্ড্রেডে নর্দান সুপারচার্জাসেও ছিলেন অধিনায়ক হিসেবে। যদিও গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ সময়েই তার অধিনায়কত্বের প্রশংসা হয়েছিল সবচেয়ে বেশি।

এদিকে অধিনায়ক হিসেবে হ্যারি ব্রুক জানালেন বিশ্বকাপ জয় করার কথা, ‘এই দেশে প্রচুর প্রতিভা রয়েছে। আর আমি খেলা শুরু, নিজের দলকে এগিয়ে নেয়ার জন্য মুখিয়ে আছি। সিরিজ জয়, বিশ্বকাপ কিংবা বড় কোনো ইভেন্ট জেতার অপেক্ষায় আমি। আমি খেলা শুরু করার জন্য আর নিজের সাধ্যের সবটা উজাড় করে দেয়ার অপেক্ষায়।’

ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ২৬ ওয়ানডে খেলেছেন হ্যারি ব্রুক। ৩৪ গড়ে করেছেন ৮১৬ রান। আর টি-টোয়েন্টি ফরম্যাটে ৪৪ ম্যাচে করেছেন ৭৯৮ রান।