‘মার্চ ফর গাজা’র ডাক দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ
গাজায় ইসরায়েলের বর্বরতা চলছেই। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, তখন থেকে উপত্যকাটিতে অন্তত ৫০ হাজার ৬৬৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত ১ লাখ ১৫ হাজার ২২৫ জন। নিহত ব্যক্তিদের মধ্যে গত ১৮ মার্চ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের পর নিহত ১ হাজার ২৪৯ জন রয়েছেন। এই সময় আহত হয়েছেন ৩ হাজার ২২ জন।
গাজা উপত্যকায় গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। আজ সবাইকে ক্লাস ও কাজ বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। ফেসবুকসহ একাধিক সোশ্যাল মিডিয়ায় এই ডাক দিয়েছেন বিশ্বের লাখো মানুষ।
এদিকে ব্যক্তি পর্যায়েও অনেকে ইসারায়েলি আগ্রাসনের প্রতিবাদ করছেন। মুখ খুলেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি মার্চ ফর গাজা নামে একটি কর্মসূচির ঘোষণা দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে এক ভিডিও বার্তায় মাহমুদউল্লাহ বলেন, আসসালামুয়ালাইকুম, আগামী ১২ এপ্রিল শনিবার বিকেল ৩টায় শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে মার্চ ফর গাজা শিরোনামে একটি কর্মসূচি আয়োজিত হতে যাচ্ছে। আসুন আমরা সবাই মিলে সর্বস্তরের মানুষ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করি এবং ফিলিস্তিনবাসীর প্রতি আমাদের পূর্ণ সমর্থন পুরো বিশ্বকে জানিয়ে দেই।