পাকিস্তানকে কোচিং করানোর অভিজ্ঞতা কত তিক্ত, বোঝালেন গিলেস্পি

স্পোর্টস ডেস্ক
০৭ এপ্রিল ২০২৫, ১৪:৫০
শেয়ার :
পাকিস্তানকে কোচিং করানোর অভিজ্ঞতা কত তিক্ত, বোঝালেন গিলেস্পি

প্রথমে লাল বলে ও পরে সব সংস্করণেই পাকিস্তানের কোচ হয়ে বেশিদিন টিকতে পারেননি অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পি। পাকিস্তানে কাজ করে তার অভিজ্ঞতা এতই তিক্ত হয়েছে, নতুন করে কোথাও কোচিং করানোর স্বাদও মিটে গেছে তার। 

গিলেস্পি জানিয়েছেন, কোচিংয়ের প্রতি তার যে ভালোবাসা ছিল, পাকিস্তানে কাজ করে সেটি নষ্ট হয়ে গেছে। ভবিষ্যতে তিনি পূর্ণ মেয়াদে কোনো দলের কোচ হবেন কি না সেটি নিয়ে নিজের মনেই প্রশ্ন আছে গিলেস্পির। উইজডেন ক্রিকেট উইকলি পডকাস্টের সাম্প্রতিক একটি পর্বে খোলামেলা এমন আলোচনাই করেছেন গিলেস্পি। 

সাবেক এই পেসার বলেন, ‘এই মুহূর্তে, আমি নিশ্চিত নই যে আমি পূর্ণ-সময়ের কোচিংয়ে আগ্রহী কি না। এমনকি অস্ট্রেলিয়াও যদি ডাকে—না, আমি আগ্রহী নই।’

২০২৪ সালের এপ্রিলে পাকিস্তানের লাল বলের কোচ হিসেবে গিলেস্পিকে নিয়োগ দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। পরে অভ্যন্তরীণ মতবিরোধ এবং মতের অমিলের কারণে একই বছরের ডিসেম্বরে হঠাৎ করেই পাকিস্তান দলের দায়িত্ব ছাড়েন তিনি। গ্যারি কারস্টেন চলে যাওয়ার পর সাদা বলেও অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেন গিলেস্পি। তবে অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের পরই পাকিস্তানের দায়িত্ব ছাড়েন তিনি। 

গিলেস্পির পর পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হয়েছেন আকিব জাভেদ। তার সঙ্গে সম্পর্ক কেমন ছিল সেটিও ব্যাখ্যা করেছেন গিলেস্পি। জাভেদের বিরুদ্ধে গিলেস্পির অভিযোগ, তিনি দলে গিলেস্পির কতৃত্ব ক্ষুন্ন করেছেন এবং অভ্যন্তরীণ রাজনীতি করেছেন। জাভেদকে ‘অসৎ প্রকৃতির’ লোক বলেও উল্লেখ করেন এই অস্ট্রেলিয়ান। 

পাকিস্তানের সাথে তার সময়কালের কথা স্মরণ করে গিলেস্পি বলেন, ‘পাকিস্তানের অভিজ্ঞতা কোচিংয়ের প্রতি আমার ভালোবাসাকে তিক্ত করে তুলেছে। যা বলছি, সত্যিই বলছি আমি। যেভাবে শেষ হয়েছে (পাকিস্তানের কোচ হিসেবে) সেটা সত্যিই হতাশাজনক ছিল। এটি আমাকে প্রশ্ন করতে বাধ্য করেছে যে আমি আবার পূর্ণকালীন কোচিং করতে চাই কি না।’