জিম্বাবুয়ে সিরিজে যাদের জন্য সুযোগ দেখছেন মিরাজ

ক্রীড়া প্রতিবেদক
০৭ এপ্রিল ২০২৫, ০৯:৪৯
শেয়ার :
জিম্বাবুয়ে সিরিজে যাদের জন্য সুযোগ দেখছেন মিরাজ

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে দল। শক্তির বিচারে এ সিরিজে ফেভারিট স্বাগতিকরাই। তবে জিম্বাবুয়েকে খাটো করে দেখতে চান না মেহেদী হাসান মিরাজ। এই সিরিজ তরুণ ক্রিকেটারদের জন্য বড় একটি সুযোগ বলেও মনে করেন তিনি। 

তিনি বলেন, ‘অনেক তরুণ ক্রিকেটার আছে, তাদের সুযোগটা থাকবে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আমরা যে টেস্ট জিতেছিলাম, সেখানে অনেক নিয়মিত ক্রিকেটার ছিলেন না। তরুণ ক্রিকেটারদের সুযোগ হয়েছে। এ সিরিজেও অনেক তরুণের সুযোগ হতে পারে। তাদের পারফরম করাটা গুরুত্বপূর্ণ।’ 

জাতীয় দল থেকে অবসর নিয়েছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ। রাজনৈতিক পটপরিবর্তনে সাকিব আল হাসানেরও ক্যারিয়ারের শেষ দেখছেন অনেকেই। সিনিয়র এসব ক্রিকেটারের শূন্যস্থান পূরণ করার চেষ্টা করছেন বর্তমান খেলোয়াড়রা। মিরাজ বলেন, ‘অনেক সিনিয়র ক্রিকেটার অবসরে চলে গেছেন। ধীরে ধীরে দায়িত্বটা আমাদের নিতে হবে।’ মিরাজ জানান, প্রতিপক্ষ যেই হোক না কেন, বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে পারফরম করাটা জরুরি। তিনি বলেন, ‘বাংলাদেশকে পরবর্তী আরেক ধাপে নিয়ে যেতে হবে। এ দায়িত্ব সবার। কীভাবে আমাদের ভালো করতে হবে? এসব সিরিজে ভালো খেলে খেলে উন্নতি করতে হবে।’

জিম্বাবুয়ে সিরিজেও পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে ছিলেন না নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। সব ঠিক থাকলে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে তারা লাল বলের ক্রিকেটে ফিরবেন। আবার পাকিস্তান সুপার লিগের কারণে টেস্ট সিরিজে থাকবেন না লিটন দাস। ব্যাটিং অর্ডারে পরিবর্তন আসবে এটি নিশ্চিত।

বর্তমানে ক্রিকেটাররা ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে ব্যস্ত সময় পার করছেন। ঈদের ছুটির পর গতকাল ছিল নবম রাউন্ডের খেলা। জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতির জন্য সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী শনিবার থেকে শুরু হবে অনুশীলন ক্যাম্প। আগামীকাল দেশে চলে আসবেন প্রধান কোচ ফিল সিমন্সসহ কোচিং স্টাফের অন্য সদস্যরা। তবে খেলার মধ্যে থাকায় জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতিতে তেমন ঘাটতি হবে না বলেই মনে করেন মিরাজ। 

তিনি বলেন, ‘আমরা কিন্তু ওয়ানডে ক্রিকেট খেলছি। অনেক দিন ধরে ডিপিএলের ভেতর আছি। প্রায় একই। এটি টি-টোয়েন্টি না যে (ক্রিজে) গিয়েই মারতে হবে। তবে টেস্টের আগে সময় আছে। আমরা ১০ দিন সময় পাব। ওই সময়ে আমরা নিজেদের প্রস্তুত করে নিতে পারব।’ সিলেটে আগামী ২০ এপ্রিল থেকে শুরু হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টের ভেন্যু বন্দরনগরী চট্টগ্রাম; ২৮ এপ্রিল শুরু হবে টেস্ট। 

মিরাজ জানান, জিম্বাবুয়ের সিরিজের প্রস্তুতির জন্য ১০ দিন যথেষ্ট সময়। তিনি বলেন, ‘সিলেটে হয়তো দুদিনের একটা প্রস্তুতি ম্যাচও খেলতে পারি। আমি জানি না। টিম ম্যানেজমেন্ট ঠিক করবে। ম্যাচ সিনারিও খেলতে পারি। তবে আমার মনে হয় ১০ দিন যথেষ্ট সময়, টেস্ট ক্রিকেটের জন্য আমরা প্রস্তুতি নিতে পারব।’

বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছে গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। মিরাজের অধিনায়কত্বে প্রথম টেস্ট হারলেও দ্বিতীয় টেস্ট ১০১ রানে জিতেছিলেন সফরকারীরা। সেটিই ছিল ২০০৯ সালের পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়। জিম্বাবুয়ে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পাওয়া আত্মবিশ্বাস কাজে আসবে জানিয়ে মিরাজ বলেন, ‘আমরা ওয়েস্ট ইন্ডিজে খুব ভালো ক্রিকেট খেলেছি। যারা ওই ম্যাচগুলো খেলেছে, সেই আত্মবিশ্বাস অবশ্যই কাজে লাগবে।’