ভিনিসিউসের সঙ্গে বাজি ধরে পেনাল্টি ঠেকিয়েছেন ভ্যালেন্সিয়া গোলকিপার

স্পোর্টস ডেস্ক
০৬ এপ্রিল ২০২৫, ১৪:২৬
শেয়ার :
ভিনিসিউসের সঙ্গে বাজি ধরে পেনাল্টি ঠেকিয়েছেন ভ্যালেন্সিয়া গোলকিপার

পেনাল্টিতে সময়টা মোটেও ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রের। সপ্তাহ তিনেক আগে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে পেনাল্টি মিস করেছিলেন তিনি। গতকাল শনিবার আবারও পেনাল্টিতে ব্যর্থ এই ফরোয়ার্ড। তার দুর্বল শট ঠেকিয়ে দেন ভ্যালেন্সিয়ার গোলকিপার জিওর্জি মামারদাশভিলি। 

ম্যাচের পর মামারদাশভিলি শোনালেন ভিনিসিউসের পেনাল্টি ঠেকানোর রহস্য। ভিনিসিউস পেনাল্টি নেওয়ার আগে তার সঙ্গে বাজি ধরেছিলেন মামারদাশভিলি। মনস্তাত্ত্বিক এই লড়াইয়ে হেরে যান রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। 

মামারদাশভিলি বলেন, ‘ভিনিসিউসের সঙ্গে (পেনাল্টি নেওয়ার আগে) আমার কথা হচ্ছিল এবং আমি ৫০ ইউরো জিতেছি। আমি তাকে বলেছিলাম, ‘‘পেনাল্টি ঠেকিয়ে দেব, ৫০ ইউরো বাজি, আছো রাজি?’’ সে বলেছিল, ‘‘ইয়েস।’’ আমি জিতেছি।’ যদিও ভিনিসিউস এখনো বাজির টাকা দেননি বলে হাসতে হাসতেই জানালেন মামারদাশভিলি, ‘তার কাছে আমি টাকা পাই, এখনও সে দেয়নি।’

গতকাল ম্যাচে প্রথমেই গোল পায় ভ্যালেন্সিয়া। পরে ভিনিসিউসের গোলেই সমতায় ফেরে রিয়াল। এরপর পেনাল্টিতে দলকে এগিয়ে নেওয়ার সুযোগ ছিল ভিনির সামনে। উল্টো শেষ সময়ে গোল খেয়ে ম্যাচই হেরে বসে রিয়াল। ১৭ বছর পর রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে জয় পায় ভ্যালেন্সিয়া। তাতে বিশাল অবদান জর্জিয়ান গোলরক্ষক মামারদাশভিলির। 

মৌসুমের শুরুর দিকের বাজে পারফরম্যান্সে তলানির দিকে থাকলেও রিয়ালকে হারিয়ে ১৫ নম্বরে উঠে এসেছে ভ্যালেন্সিয়া। অন্যদিকে, হেরে যাওয়া রিয়াল ৩০ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে লা লিগায় দুই নম্বরে। একই রাতে রিয়াল বেতিসের সঙ্গে ১-১ ড্র করার পর শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৩০ ম্যাচে ৬৭। আগামী ১১মে এল ক্লাসিকোতে মুখোমুখি হবে বার্সা ও রিয়াল। সেই ম্যাচেই হতে পারে লা লিগার শিরোপার নিষ্পত্তি।