প্রতিপক্ষ কোচের নাক টিপ দিয়ে ৩ ম্যাচ নিষিদ্ধ মরিনিও
হেরে গিয়ে মেজাজ হারানোর মতো কাণ্ড অনেকবারই করেছেন পর্তুগিজ কোচ জোসে মরিনিও। এবার তেমনই এক কাণ্ড করে বড় শাস্তি পেলেন তুর্কি ক্লাব ফেনারবাচের এই কোচ। প্রতিপক্ষ দলের কোচের নাক টিপ দিয়ে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ‘স্পেশাল ওয়ান’ নামে একসময় পরিচিতি পাওয়া এই কোচ।
ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি আর্থিক জরিমানাও করা হয়েছে মরিনিওকে। পর্তুগিজ এই কোচকে গুনতে হবে ২ লাখ ৯২ হাজার ৫০০ তুর্কি লিরা (প্রায় ৭ হাজার ৮০০ মার্কিন ডলার)। আগামী ৩ ম্যাচে ড্রেসিং রুমে প্রবেশ করতে ও ডাগ আউটে থাকতে পারবেন না ৬২ বছর বয়সী এই কোচ।
ঘটনাটি ঘটেছে তুর্কি কাপের কোয়ার্টার-ফাইনাল ম্যাচ শেষে। গত বুধবার গালাতাসারাইয়ের কাছে ২-১ গোলে হেরে যায় ফেনারবাচে। চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের লড়াই বেশ উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি শান্ত করতে নামতে হয় পুলিশকেও। ম্যাচের শেষ দিকে দুই দলই হাতাহাতি, ধাক্কাধাক্কিতে জড়ায়। দুই দলের তিন ফুটবলার লাল কার্ড দেখেন।
ম্যাচ শেষ হলেও উত্তেজনা থেকে যায় দুই দলের মধ্যে। ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে হাত মেলানো শেষে কিছু একটা বলতে বলতে হেঁটে চলে যাচ্ছিলেন গালাতাসারাই কোচ ওকান বুরুক। কাছেই ছিলেন মরিনিও। সেখান থেকে তেড়ে গিয়ে বুরুকের নাক টিপে ধরেন তিনি। দ্রুত মুখ সরিয়ে নিয়ে পরমুহূর্তেই নাটকীয়ভাবে মাঠে পড়ে যান বুরুক।
ম্যাচের পর ঘটনার বর্ণনায় বুরুক বলেছিলেন, ‘আমি যখন চলে যাচ্ছিলাম, সে (মরিনিও) পেছন থেকে এসে আমার নাক চাপ দেয়। নাকে হালকা একটু আঁচড় লেগেছে। অবশ্যই এটা খুব ভালো ও নান্দনিক কিছু নয়!’
তবে এই ঘটনার পর ফেনারবাচে জানায়, মরিনিওকে নানাভাবে উত্তক্ত করেছিলেন বুরুক। তার পড়ে যাওয়া নিয়ে ক্লাবটি জানায়, ‘তিনি (বুরুক) এমন করছিলেন যেন তাকে গুলি করা হয়েছে।’