কিংবদন্তি ওয়ার্নের রেকর্ড ভাঙলেন স্যামসন
এবারের আইপিএলে প্রথম তিন ম্যাচে পুরোপুরি সুস্থ ছিলেন না অধিনায়ক সঞ্জু স্যামসন। সেই ম্যাচগুলোতে নেতৃত্ব দিয়েছেন রিয়ান পরাগ। গতকাল শনিবার পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে অধিনায়কত্বে ফেরেন স্যামসন। আর পাঞ্জাবকে হারিয়েই একটি রেকর্ড গড়ে ফেললেন এই উইকেটকিপার ব্যাটার।
গতকাল পাঞ্জাবকে হারিয়ে অধিনায়ক হিসেবে রাজস্থানের হয়ে ৩২তম জয় পান স্যামসন। অধিনায়ক হিসেবে রাজস্থানের হয়ে এটি সর্বোচ্চ জয়ের রেকর্ড।
স্যামসন পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্নকে। ২০০৮ থেকে ২০১১ সালের মধ্যে রাজস্থানকে ৩১টি জয় এনে দিয়েছিলেন, হার দেখেছিলেন ২৪ ম্যাচে। ২০২২ সালে মৃত্যুবরণ করা ওয়ার্নের অধিনায়কত্বেই ২০০৮ সালে প্রথম আইপিএলে শিরোপা জেতে রাজস্থান।
এদিকে, স্যামসন রাজস্থানের নেতৃত্বে আছেন ২০২১ সাল থেকে। তার পর থেকে স্যামসন জিতেছেন ৩২ ম্যাচে, হেরেছেন ২৯ ম্যাচে, একটি ম্যাচে কোনো ফল আসেনি। তার নেতৃত্বে ২০২২ সালে রানার্স আপ আর ২০২৪ সালে প্লে-অফ খেলে রাজস্থান।
গতকাল পাঞ্জাবের বিরুদ্ধে যশস্বী জয়সোয়ালের ৬৭ ও স্যামসনের ৩৮ রান এবং রিয়ান পরাগের ৪৩ রানের ওপর ভর করে ২০৫ রান করে রাজস্থান। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রানের বেশি করতে পারেনি শ্রেয়াস আইয়ারের পাঞ্জাব।