দেড় মাস আগেই চ্যাম্পিয়ন অপরাজিত পিএসজি

স্পোর্টস ডেস্ক
০৬ এপ্রিল ২০২৫, ১১:২৩
শেয়ার :
দেড় মাস আগেই চ্যাম্পিয়ন অপরাজিত পিএসজি

১৮টি দল নিয়ে আয়োজিত ফ্রান্সের লিগ ‘আঁ’ শেষ হতে এখনো বাকি দেড় মাস। প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হাতে এখনো আছে ৬ ম্যাচ। তবে অত অপেক্ষা করতে হলো না লুইস এনরিকের দলটিকে। এখনো পর্যন্ত কোনো ম্যাচ না হেরে লিগ ‘আঁ’র শিরোপা জিতল দলটি। 

টানা চতুর্থবার শিরোপা নিশ্চিত করতে নিজেদের মাঠে গতকাল শনিবার রাতে ড্র করলেই হতো পিএসজির। তবে জয় দিয়েই শিরোপা ধরে রাখল তারা। অঁজের বিপক্ষে ১-০ গোলে জিতেছে পিএসজি। দলের হয়ে একমাত্র গোলটি দিয়েছেন ফরাসি তারকা দিজিরে দুয়ে। 

৩৬ ম্যাচের টুর্নামেন্টে ২৮ ম‍্যাচে ২৩ জয় ও পাঁচ ড্রয়ে পিএসজির পয়েন্ট ৭৪। দুইয়ে থাকা মোনাকোর পয়েন্ট এক ম‍্যাচ কম খেলে ৫১। পিএসজি তাদের বাকি সব ম্যাচ হারলে আর মোনাকো সব ম্যাচ জিতলেও পিএসজিকে ধরতে পারবে না। 

টানা চতুর্থ শিরোপার পাশাপাশি পিএসজির এটি ত্রয়োদশ শিরোপা। সবশেষ এক যুগে দাপট দেখিয়েছে ফ্রান্সের রাজধানীর এই ক্লাবটিই। সবশেষ ১৩ আসরের মধ্যে ১১ বারই জিতেছে তারা। লিগ ‘আ’য় দশটির বেশি শিরোপা আর কোনো দলেরই নেই। 

পিএসজি ম্যাচটি ১-০ ব্যবধানে জিতলেও গতকাল তুলেছিল আক্রমণের ঢেউ। প্রথমার্ধে প্রায় ৮৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন‍্য ১১টি শট নেয় তারা। যদিও কেবল একটি রাখতে পারে লক্ষ‍্যে। ৩৪তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ভিতিনিয়ার সেই শটটি ঠেকিয়ে দেন অঁজের গোলরক্ষক ইয়াহিয়া ফোফানা।

পিএসজি এগিয়ে যায় দ্বিতীয়ার্ধের শুরুতেই। খাভিচা কাভারাৎস্খেলিয়ার পাস থেকে বল পেয়ে বল জালে জড়ান ফরাসি ফরোয়ার্ড দুয়ে। এরপর আরও তুমুল আক্রমণে প্রতিপক্ষকে চেপে ধরে পিএসজি। তবে গোল আর পায়নি দলটি।