গুজরাট শিবিরে ধাক্কা, দেশে ফিরে গেলেন রাবাদা
চলমান আইপিএলে গুজরাট টাইটান্স বড় এক ধাক্কা খেল। কেননা দলটি ছেড়ে দেশে ফিরে গেলেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাগিসো রাবাদা।
গতকাল বৃহস্পতিবার ফ্র্যাঞ্চাইজিটি এক বিবৃতিতে জানায়, ‘ব্যক্তিগত গুরুত্বপূর্ণ এক কারণে’ রাবাদা দেশে ফিরে গেছেন। তার ফিরে আসার কোনো তারিখ অবশ্য জানানো হয়নি।
রাবাদা আসরে গুজরাটের প্রথম দুই ম্যাচে খেলেন। পাঞ্জাব কিংসের বিপক্ষে হারের ম্যাচে তিনি ৪১ রানে নেন একটি উইকেট, আর মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে জয়ের ম্যাচে ৪২ রানে ধরেন একটি শিকার।
তবে বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে খেলেননি তিনি। ওই ম্যাচে টসের সময় গুজরাট অধিনায়ক শুবমান গিল বলেন, ব্যক্তিগত কারণে দলে নেই রাবাদা।
এদিকে রাবাদার জায়গায় ওই ম্যাচে খেলেন অলরাউন্ডার আরশাদ খান। যিনি বিরাট কোহলির উইকেট নেন। ম্যাচটিতে গুজরাট বিদেশি ক্রিকেটার খেলায় কেবল তিন জন- জস বাটলার, রাশিদ খান ও শেরফেইন রাদারফোর্ড, যিনি রান তাড়ায় ‘ইমপ্যাক্ট বদলি’ হিসেবে নামেন। ১৭০ রানের লক্ষ্য তাড়ায় ৮ উইকেটে জেতে গুজরাট।
প্রথম তিন ম্যাচের দুটিতে জিতে পয়েন্ট টেবিলের চার নম্বরে আছে গুজরাট।