ঈদের ছুটিতে ক্রেতা কম দাম কমছে শাকসবজির
ঈদের পর রাজধানীর বাজারে ক্রেতার উপস্থিতি কমে গেছে। ফলে বাজার প্রায় ফাঁকা হয়ে পড়েছে। গ্রামে ঈদ করতে যাওয়া মানুষ এখনও ঢাকায় ফিরেনি, তাই শূন্য ঢাকার বাজারে শাকসবজির দামও কমেছে। তবে লেবুর দাম অপরিবর্তিত রয়েছে। মাংসের বাজারে মুরগির দাম কেজিপ্রতি ১০ থেকে ৩০ টাকা কমলেও গরু ও খাসির মাংসের দাম আগের মতোই রয়েছে। ঈদের পরের দিন অধিকাংশ দোকানপাট বন্ধ থাকলেও গত বুধবার থেকে দোকানপাট খুলতে শুরু করেছে।
রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল, রামপুরা, সেগুনবাগিচা এবং মালিবাগে শাকসবজির দাম কমে গেছে। কারওয়ান বাজারের এক ব্যবসায়ী জানিয়েছেন, ঢাকায় ক্রেতা কম থাকায় মফস্বল থেকে সবজি কম আসছে এবং এর ফলে দামও কমেছে। যেমনÑ ঈদের আগে ৭০ থেকে ৮০ টাকা কেজি দামে বিক্রি হওয়া ঢ্যাঁড়স ও বরবটি এখন ৩০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। রোজায় ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হওয়া পটোল এখন ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া, কাঁচা মরিচ ৮০ থেকে ১২০ টাকা, শিম ৫০ থেকে ৬০ টাকা, টমেটো ৪০ থেকে ৫০ টাকা, বেগুন ৭০ থেকে ৮০ টাকা, এবং পেঁপে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাউয়ের দাম প্রতি পিছ ৬০ থেকে ৭০ টাকা। মাংসের বাজারে মুরগির দাম কিছুটা কমলেও গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। মুরগির দাম কেজিতে ১০ থেকে ৩০ টাকা কমেছে, ব্রয়লার মুরগি ২১০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে এবং সোনালি মুরগির দাম কেজিতে ৩০০ থেকে
৩২০ টাকা। তবে গরুর মাংসের দাম আগের মতোই রয়েছে, ৭৫০ থেকে ৮০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে গরু ও খাসির মাংসের ক্রেতার উপস্থিতি কম।
আরও পড়ুন:
আকতার পারভেজ সর্বোচ্চ ভোটে সিএসই পরিচালক
মাছের বাজারে সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেড়েছে। নদীর মাছের দাম কেজিপ্রতি ৫০ থেকে ১০০ টাকা বেড়েছে এবং সাধারণ চাষের মাছের দাম বেড়েছে ৩০ থেকে ৫০ টাকা। সবজির দাম কমে যাওয়ায় ক্রেতারা কিছুটা স্বস্তি পাচ্ছেন, তবে মাছ এবং মাংসের দাম নিয়ে ক্রেতারা অসন্তুষ্ট।
আরও পড়ুন:
বৃহত্তম হিমশৈল