টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন ব্র্যাথওয়েট
ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ক্রেইগ ব্র্যাথওয়েট। নতুন হোম মৌসুমের আগে বোর্ডের সঙ্গে সম্মতিতে এই সিদ্ধান্ত নিয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক বিবৃতির মাধ্যমে এই ঘোষণা দেয়, তবে তার স্থলাভিষিক্ত কে হবেন, তা এখনো জানানো হয়নি।
ব্র্যাথওয়েট ২০১৭ থেকে ২০২৫ সালের মধ্যে ৩৯ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের নেতৃত্ব দিয়েছেন। তার অধিনায়কত্বে দল ১০টি ম্যাচে জয় পেয়েছে, হেরেছে ২২টিতে। ২০২১ সালে তিনি স্থায়ীভাবে অধিনায়কত্ব গ্রহণ করেন। তার অধিনায়কত্বে অন্যতম সেরা অর্জন ছিল অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ ড্র (১-১)।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানায়, ব্র্যাথওয়েট বছর শুরুর দিকেই বোর্ডকে নেতৃত্ব ছাড়ার আভাস দিয়েছিলেন, যা পাকিস্তান সফরের সফল সমাপ্তির আগেই প্রকাশ্যে আসে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই লাল বলের নতুন অধিনায়ক ঘোষণার কথা জানিয়েছে বোর্ড।
অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দলের নেতৃত্বেও পরিবর্তন এসেছে। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাই হোপ, যিনি ওয়ানডে দলেরও অধিনায়ক। ২০২৩ সাল থেকে টি-টোয়েন্টি দলের নেতৃত্বে থাকা রোভমান পাওয়েলকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত এসেছে প্রধান কোচ ড্যারেন স্যামির পরামর্শে।
ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কত্বে এই পরিবর্তন আগামী সিরিজগুলোতে দলকে নতুন কৌশলে এগিয়ে নিতে কতটা সহায়ক হবে, তা দেখার বিষয়।