এফএ কাপের সেমিফাইনালে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
৩১ মার্চ ২০২৫, ১০:২১
শেয়ার :
এফএ কাপের সেমিফাইনালে ম্যানসিটি

বোর্নমাউথের বিপক্ষে শুরুতে ধাক্কা খায় ম্যানচেস্টার সিটি। তবে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে এফএ কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে পেপ গার্দিওলার শিষ্যরা।

রবিবার রাতে প্রতিপক্ষের মাঠে কোয়ার্টার ফাইনালের ম্যাচে ২-১ গোলে জিতেছে সিটিজেনরা।

লম্বা বিরতি শেষে মাঠে নেমে শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় ম্যানসিটি। কিন্তু আর্লিং হলান্ডের পেনাল্টি শট রুখে দেন বোর্নমাউথ গোলরক্ষক কেপা আরিসাবালাগা।

তবে ওই হতাশা কাটিয়ে ওঠার আগেই গোল হজম করে সিটি। ২১তম মিনিটে কাছ থেকে গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এভানিলসন।

সফরকারীরা দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায়। খানিক আগেই বদলি নামা নিকো ও’রাইলির পাস পেয়ে ৪৯তম মিনিটে ডি-বক্সের মধ্যে থেকে শটে সমতা টানেন হলান্ড।

এদিকে দ্বিতীয় গোলেও জড়িয়ে তরুণ ইংলিশ মিডফিল্ডার ও’রাইলির নাম। তার পাস পেয়ে ব্যবধান গড়ে দেন জানুয়ারিতে প্রায় সাত কোটি ইউরো ট্রান্সফার ফিতে সিটিতে যোগ দেওয়া ওমার মার্মাউশ।

আগামী ২৬ এপ্রিল ফাইনালে ওঠার লড়াইয়ে নটিংহ্যাম ফরেস্টের মুখোমুখি হবে প্রিমিয়ার লিগের গত চারবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। এবার অবশ্য লিগ শিরোপার লড়াই থেকে অনেক আগেই ছিটকে গেছে তারা। চ্যাম্পিয়ন্স লিগ ও লিগ কাপ থেকেও আগেভাগে বিদায় নিয়েছে দলটি।

এফএ কাপে দারুণ জয়ে শেষ চারের টিকেট মিললেও, এখানেও একটা অস্বস্তি তৈরি হয়েছে। গোল করার কিছুক্ষণ পরই অ্যাঙ্কেলে চোট পেয়ে মাঠ ছাড়েন সিটির সর্বোচ্চ গোলদাতা হলান্ড।