হার্দিক পান্ডিয়ার বড় শাস্তি
মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া বড় শাস্তির মুখে পড়েছেন। স্লো ওভার রেটের কারণে জরিমানা গুনলেন তিনি। গুজরাট টাইটান্সের বিপক্ষে আইপিএল ২০২৫-এর ৯ নম্বর ম্যাচে তার দল নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে ব্যর্থ হওয়া এই শাস্তি।
ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, হার্দিক পান্ডিয়াকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে। একটি অফিসিয়াল বিবৃতিতে জানানো হয়েছে, ‘এটি তার দলের চলতি মৌসুমের প্রথম অপরাধ হওয়ায়, আইপিএলের কোড অফ কন্ডাক্টের ২.২ ধারা অনুযায়ী তাকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।’
গতকাল শনিবার গুজরাট টাইটান্সের দেওয়া ১৯৭ রানের টার্গেট তাড়া করতে ব্যর্থ হয় মুম্বাই ইন্ডিয়ান্স এবং ৩৬ রানে পরাজিত হয়েছে হার্দিক পান্ডিয়ার দল। এর আগেও স্লো ওভার রেটের কারণে হার্দিক পান্ডিয়াকে নিষিদ্ধ করা হয়েছিল।
এরআগে, আইপিএল ২০২৪-এর শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে ধীর ওভার রেটের কারণে হার্দিক পান্ডিয়াকে নিষিদ্ধ করা হয়েছিল। ফলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মুম্বইয়ের আইপিএল ২০২৫-এর প্রথম ম্যাচ খেলতে পারেননি। ওই ম্যাচে চার উইকেটে হারতে হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সকে।
এদিকে আইপিএল ২০২৫-এ প্রথম স্লো ওভার রেটের শাস্তি পেলেন হার্দিক পান্ডিয়া। চলতি মৌসুমে এটাই প্রথমবার, যখন কোনো অধিনায়ককে স্লো ওভার রেটের কারণে জরিমানা করা হল।