আর্জেন্টিনার বিপক্ষে হারের ধাক্কা /

ব্রাজিলের কোচ দরিভাল বরখাস্ত

স্পোর্টস ডেস্ক
২৯ মার্চ ২০২৫, ০৯:৫০
শেয়ার :
ব্রাজিলের কোচ দরিভাল বরখাস্ত

বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বেশি পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে সেলেসাওদের সেই সোনালি দিন আর নেই। ২০০২ সালের পর থেকে শিরোপার মুখ দেখেনি তারা। এই সময়ে একের পর এক কোচ ছাঁটাই হয়েছে দলটিতে। অচলাবস্থা কাটাতে দরিভাল জুনিয়রকে কোচ করা হয়েছিল ২০২৪ সালের জানুয়ারিতে। তবে তিনিও ১ বছরের বিশ টিকতে পারলেন না। 

আর্জেন্টিনার বিপক্ষে গত বুধবার বিধ্বস্ত হয়েছে ব্রাজিল। ৪-১ গোলে হারের সেই ম্যাচে আলবিসেলেস্তেদের সামনে দাঁড়াতেই পারেনি দরিভাল জুনিয়রের শিষ্যরা। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে এমন লজ্জাজনক হারের খেসারতই দিতে হলো কোচকে। 

হারের পর থেকেই দরিভাল জুনিয়রের বরখাস্ত হওয়ার গুঞ্জনটা বাতাসে ভাসছিল। গতকাল রাতে সেটিই সত্যি হয়ে ধরা দিলো। দরিভাল জুনিয়রকে বরখাস্ত করার বিবৃতি দেয় ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

বিবৃতিতে বলা হয়েছে, ব্রাজিলিয়ান কনফেডারেশন জানাচ্ছে, কোচ দরিভাল জুনিয়র আর দায়িত্বে নেই। বোর্ডের পক্ষ থেকে তাকে ধন্যবাদ এবং তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছে। এখন থেকে সিবিএফ তার বদলি খুঁজবে।

২০২৪ সালের জানুয়ারিত দায়িত্ব নেওয়ার পর প্রথম ম্যাচেই ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে যাত্রা শুরু হয় দরিভালের। তবে সাম্প্রতিক বিশ্বকাপ বাছাইয়ে ব্যর্থতা এবং কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় বেশ সমালোচনার মুখে পড়েন তিনি। সবশেষ আর্জেন্টিনার বিপক্ষে হার কফিনে শেষ পেরেক ঠুকে দেয়। তার অধীনে ১৬টি ম্যাচ খেলে ৭ জয় এবং ৭ ড্রয়ের পাশাপাশি ২টি ম্যাচে হেরেছে ব্রাজিল।

এদিকে, দরিভাল জুনিয়রের উত্তরসূরী হিসেবে জোরেশোরে শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তির নাম। ব্রাজিল কোচ হিসেবে এই ইতালিয়ানের নাম আগেও অবশ্য উঠেছে। এদিকে পর্তুগিজ কোচ হোর্হে জেসুসও আছেন আলোচনায়।