স্প্যানিশ ফুটবলে নতুন বিতর্ক
নারী বিশ^কাপ জয়ের পর ফুটবলার জেনিফার হারমোসোর ওপর যৌন হেনস্তা হওয়া নিয়ে বিতর্ক হয়েছিল স্পেন ফুটবলে। আবার নতুন বিতর্কে জড়াল ইউরোজয়ী দেশটি। এবার পুরুষদের বিশ্বকাপ আয়োজনের মাঠকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছে। অর্থের বিনিময়ে একটি স্টেডিয়ামকে বাদ দিয়ে আর একটি স্টেডিয়ামকে ম্যাচ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগ প্রকাশ্যে আসতেই পদত্যাগ করেছেন ২০৩০ বিশ্বকাপ আয়োজক কমিটির প্রধান মারিও তাতো। স্পেনের ফুটবল সংস্থা অবশ্য এই ঘটনা নিয়ে মুখ খোলেনি। স্পেনের সংবাদপত্র ‘এল মুন্ডো’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিগো এলাকার বালাইদোস স্টেডিয়ামের বদলে সান সেবাস্তিয়ানের আনোয়েতা স্টেডিয়ামকে ম্যাচ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। এরপর ভিগোর মেয়র আবেল কাবায়েরো সমাজিক মাধ্যমে প্রশ্ন তোলেনÑ কেন, কার নির্দেশে এবং কোন পরিপ্রেক্ষিতে তার শহরের মাঠ থেকে বিশ্বকাপের ম্যাচ সরিয়ে দেওয়া হয়েছে? বিষয়টি নিয়ে তদন্তের দাবিও তোলেন তিনি। দুর্নীতি প্রকাশ্যে আসতেই তাতো সরে দাঁড়ান নিজের পদ থেকে।
২০৩০ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজনের দায়িত্ব পেয়েছে স্পেন, মরক্কো এবং পর্তুগাল। স্পেনের ১১টি, মরক্কোর ছয়টি এবং পর্তুগালের তিনটি মাঠে বিশ্বকাপের ম্যাচ হবে। ২০২৩ সালে স্পেনের ফুটবল সংস্থার তৎকালীন সভাপতি লুই রুবিয়ালেস পুরস্কারমঞ্চে দাঁড়িয়ে চুমু খেয়েছিলেন ফুটবলার হারমোসোকে।
আরও পড়ুন:
সূর্যর সাফল্যের মন্ত্র
আরও পড়ুন:
বিপাকে আলভেস